বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চেলসির কোচ হওয়া কে এই লিয়াম রোজনিয়র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

চেলসির কোচ হওয়া কে এই লিয়াম রোজনিয়র

ছয় বছরের চুক্তিতে চেলসির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন লিয়াম রোজনিয়র। এনজো মারেস্কাকে বরখাস্ত করার পর তুলনামূলকভাবে কম পরিচিত এই ইংলিশ কোচকেই স্ট্যামফোর্ড ব্রিজের দলটির দায়িত্ব তুলে দিয়েছে লন্ডনের ক্লাবটি। ৪১ বছর বয়সী রোজনিয়র এর আগে মঙ্গলবারই লিগ ওয়ান ক্লাব স্ট্রাসবুর্গে বিদায়ী সংবাদ সম্মেলনে জানান, চেলসির সঙ্গে তাঁর ‘মৌখিক সমঝোতা’ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই চেলসি আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

চেলসির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে রোজনিয়র বলেন, “চেলসি ফুটবল ক্লাবের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ায় আমি সত্যিই গর্বিত ও সম্মানিত। এটি এমন একটি ক্লাব, যার নিজস্ব পরিচয় আছে এবং শিরোপা জয়ের গৌরবময় ইতিহাস রয়েছে। আমার কাজ হবে সেই পরিচয়কে রক্ষা করা এবং এমন একটি দল গড়া, যারা প্রতিটি ম্যাচে এই মূল্যবোধের প্রতিফলন ঘটাবে এবং ট্রফি জেতা অব্যাহত রাখবে।”


বিজ্ঞাপন


মাত্র তিন বছরের কোচিং অভিজ্ঞতা থাকা রোজনিয়র এর আগে কখনোই প্রিমিয়ার লিগে কোচিং করাননি। তবু গত বৃহস্পতিবার মারেস্কা বরখাস্ত হওয়ার পর থেকেই তাঁকেই উত্তরসূরি হিসেবে এগিয়ে রাখা হচ্ছিল। স্ট্রাসবুর্গ ও চেলসি- দুটি ক্লাবই একই মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লুকোর (BlueCo) অধীনে পরিচালিত। ২০২২ সালে ব্লুকো চেলসির মালিকানা নেওয়ার পর রোজনিয়র হচ্ছেন ক্লাবটির চতুর্থ স্থায়ী প্রধান কোচ।

স্ট্রাসবুর্গে সংবাদ সম্মেলনে রোজনিয়র বলেন, ক্লাবটির প্রতি গভীর টান থেকেই তিনি নিজে সেখানে দাঁড়িয়ে খবরটি জানাতে চেয়েছেন। “সবকিছু চূড়ান্ত হয়ে গেছে এবং সম্ভবত কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে। আমি এখানে এসেছি কারণ এই ক্লাবটির প্রতি আমি আন্তরিক। সামনে এগোনোর আগে আপনাদের প্রশ্নের উত্তর সামনাসামনি দেওয়াটাই ঠিক মনে হয়েছে।”

রোজনিয়রের বাবা লেরয় রোজনিয়র নিজেও ছিলেন পেশাদার ফুটবলার ও কোচ। তবে পশ্চিম লন্ডনে চেলসির ডাগআউটে যে প্রচণ্ড মিডিয়া চাপ ও নজরদারি থাকবে, তা আগে কখনোই সামলাতে হয়নি নতুন এই কোচকে।

তিনি বলেন, “ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। সত্যি বলতে কী, সারাজীবনই আমি কোচ হওয়ার জন্য কাজ করেছি। বিশ্বমানের একটি ফুটবল ক্লাব পরিচালনার সুযোগ পাওয়া আমার স্বপ্ন ছিল। তবে সামনে যে সুযোগ আসছে, তার সঙ্গে আমি যেটা পেছনে ফেলে যাচ্ছি, সেটার জন্য কিছুটা দুঃখও আছে।”


বিজ্ঞাপন


খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে খেলেছেন রোজনিয়র। ফুলহাম, রিডিং ও হাল সিটি ছিল তাঁর উল্লেখযোগ্য ক্লাব। কোচ হিসেবে ডার্বি কাউন্টিতে ফিলিপ কোকু ও ওয়েন রুনির সহকারী হিসেবেও কাজ করেছেন। ২০২২ সালে স্বল্প সময়ের জন্য রুনির স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন। পরে সেই বছরই চ্যাম্পিয়নশিপ ক্লাব হাল সিটির কোচ হন। ১৮ মাস পর বরখাস্ত হলেও ২০২৪ সালের জুলাইয়ে স্ট্রাসবুর্গের দায়িত্ব পান এবং গত মৌসুমে দলটিকে লিগ ওয়ানে সপ্তম স্থানে শেষ করান।

অন্যদিকে, মারেস্কা তাঁর প্রথম মৌসুমেই চেলসিকে উয়েফা কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতিয়েছিলেন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্লাবের ভেতরে টানাপোড়েন বাড়তে থাকে এবং নববর্ষের দিনই তাঁর অধ্যায়ের ইতি ঘটে। রবিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১–১ ড্র হওয়া ম্যাচে চেলসির দায়িত্বে ছিলেন অনূর্ধ্ব-২১ দলের কোচ ক্যালাম ম্যাকফারলেন। নতুন কোচ রোজেনিওরের অধীনে বুধবার লন্ডন ডার্বিতে ফুলহামের মুখোমুখি হবে ব্লুজরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর