বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রান রেটের প্যাঁচে জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

রান রেটের প্যাঁচে জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর প্রায় অর্ধেক পেরিয়ে গেছে। মোট ৩৪ ম্যাচের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। একদিনের বিরতির পর সিলেট পর্বে বুধবার (৭ জানুয়ারি) থেকে আবার শুরু হচ্ছে খেলা।

এ পর্যন্ত সবচেয়ে বেশি ৬টি ম্যাচ খেলেছে সিলেট। রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালস খেলেছে ৫টি করে ম্যাচ। রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ সংখ্যা ৪টি করে।


বিজ্ঞাপন


বর্তমান পয়েন্ট টেবিলে স্পষ্ট আধিপত্য দেখাচ্ছে রংপুর রাইডার্স। ৫ ম্যাচে ৪ জয় নিয়ে ৮ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান ২ পয়েন্টের। টুর্নামেন্ট শুরু করেছিল চট্টগ্রামের বিপক্ষে জয় দিয়ে। এরপর রাজশাহীর কাছে সুপার ওভারে হারলেও পরের ম্যাচগুলোতে সিলেট, ঢাকা এবং আবার চট্টগ্রামকে হারিয়ে দারুণ ছন্দে ফিরেছে তারা।

পরের স্থানগুলোতে ৬ পয়েন্ট করে নিয়ে আছে তিন দল। নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস। তাদের দুটি হারই এসেছে রংপুরের কাছে। তিনটি করে জয় পেয়েছে সিলেট এবং রাজশাহীও। টানা দুই হারের পর নোয়াখালীর বিপক্ষে বড় জয় তুলে নিয়ে নেট রান রেটে এগিয়ে তৃতীয় স্থানে উঠেছে সিলেট। রাজশাহী নেমে গেছে চতুর্থ স্থানে। ঢাকার বিপক্ষে একমাত্র হার নিয়ে তারা এখন এই অবস্থানে।

বড় প্রত্যাশা নিয়ে শুরু করা ঢাকা ক্যাপিটালস রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে সূচনা করলেও পরের তিন ম্যাচে টানা হারে পিছিয়ে পড়েছে। মাত্র ২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের পঞ্চম স্থানে। শাকিব খানের মালিকানাধীন এই দলের জন্য এখনো প্লে-অফের আশা বেঁচে আছে, তবে জয়ের ধারায় ফিরতে হবে দ্রুত।

অন্যদিকে, নবাগত নোয়াখালী এক্সপ্রেস এখনো জয়ের দেখা পায়নি। ৪ ম্যাচে ৪ হার নিয়ে তারা তলানিতে। নেট রান রেটও খারাপ হয়ে গেছে, -২.১৩১।


বিজ্ঞাপন


ব্যক্তিগত পারফরম্যান্সে এখন পর্যন্ত উজ্জ্বল রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত। চার ইনিংসে ২০৩ রান করে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। বোলিংয়ে শীর্ষে রংপুরের ফাহিম আশরাফ ১১ উইকেট নিয়ে তিনি সবাইকে ছাড়িয়ে আছেন।

এক নজরে পয়েন্ট টেবিল-

দল

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

নেট রানরেট

রংপুর রাইডার্স

০.৭০২

চট্টগ্রাম রয়্যালস

১.১১৬

সিলেট টাইটান্স

০.৪০২

রাজশাহী ওয়ারিয়র্স

০.১৪৫

ঢাকা ক্যাপিটালস

-০.৭৫৪

নোয়াখালী এক্সপ্রেস

-২.১৩১

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর