বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ক্রিকেটার শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে নোটিশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

শেয়ার করুন:

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে নোটিশ

অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব (দীপক অধিকারী) এবং ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে কলকাতায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)–এর শুনানির জন্য ডাকা হয়েছে। অর্থাৎ, এ দুজনকে ভারতীয় হিসেবে নিজেদের পরিচয় নতুন করে নিশ্চিত করার জন্য উপস্থিত হতে বলা হয়েছে।। এ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ও পদ্ধতি নিয়ে কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতৃত্ব।

সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) দ্য হিন্দু–কে দেওয়া প্রতিক্রিয়ায় টিএমসির রাজ্য সহ-সভাপতি ও মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “এটি এসআইআর বাস্তবায়নে অপ্রস্তুতি ও সম্পূর্ণ অনুপযুক্ত প্রক্রিয়ার আরেকটি উদাহরণ। তড়িঘড়ি করে এই প্রক্রিয়া চালাতে গিয়ে নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসেবে নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।”


বিজ্ঞাপন


প্রতিবেদন অনুযায়ী, দেবের পরিবারের তিন সদস্যকেও শুনানির নোটিস পাঠানো হয়েছে। একই সঙ্গে মোহাম্মদ শামি ও তাঁর ভাইকেও এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছে। শামির শুনানির তারিখ ছিল সোমবার (৫ জানুয়ারি), তবে আগেই নির্ধারিত একটি ক্রিকেট টুর্নামেন্টের কারণে তিনি হাজির হতে পারেননি।

পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, শামির জন্য শিগগিরই নতুন শুনানির তারিখ নির্ধারণ করা হবে। দেবের শুনানির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দেব পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ এবং এটি তাঁর জন্মস্থানও। কাজের প্রয়োজনে একসময় তাঁর পরিবার মুম্বাইয়ে চলে গেলেও, পরে বাংলা চলচ্চিত্রে কাজের সূত্রে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

অন্যদিকে, মোহাম্মদ শামির জন্ম উত্তরপ্রদেশে হলেও ক্রিকেট ক্যারিয়ারের কারণে বহু আগেই তিনি স্থায়ীভাবে পশ্চিমবঙ্গে চলে আসেন। তিনি দীর্ঘদিন ধরে কলকাতার যাদবপুর বিধানসভা এলাকার ভোটার। এ বিষয়ে এখনো দেব বা শামির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, দেব ও শামি ছাড়াও পশ্চিমবঙ্গের আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বর্ষীয়ান কবি জয় গোস্বামী, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যসহ চলচ্চিত্র জগতের আরও কয়েকজন পরিচিত মুখ। এ নিয়ে টিএমসি নেতৃত্ব নির্বাচন কমিশন ও বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিদের ‘হেনস্তা’র অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর