বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মুস্তাফিজ ইস্যুতে ‘চমকপ্রদ তথ্য’ দিলেন ভারতীয় বোর্ড কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

মুস্তাফিজ ইস্যুতে ‘চমকপ্রদ তথ্য’ দিলেন ভারতীয় বোর্ড কর্মকর্তা

ক্রিকেটের মাঠে নয়, রাজনৈতিক চাপে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে ছাড়তে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গত মাসের নিলামে ৯.২ কোটি রুপিতে কেনা এই বাঁহাতি বোলারকে ছাড়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ হিসেবে বলা হয় ‘সাম্প্রতিক পরিস্থিতি’। যা মূলত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উঠে আসা রাজনৈতিক চাপ। 

চমকের বিষয়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআইয়ের সর্বোচ্চ পর্যায় থেকে, কিন্তু বোর্ডের সব কর্মকর্তা বা আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে, সিদ্ধান্তের সভায় সবাই উপস্থিত ছিলেন না। 


বিজ্ঞাপন


ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআই এক কর্মকর্তা বলেন, ‘আমরা তো সংবাদমাধ্যম থেকেই জানতে পেরেছি। কোনো আলোচনা হয়নি, আমাদের মতামতও নেওয়া হয়নি।’

শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আনুষ্ঠানিকভাবে জানান, ‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে কেকেআরকে মোস্তাফিজকে ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।’ কেকেআরও বিবৃতি দিয়ে সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং রিপ্লেসমেন্ট প্লেয়ার নেওয়ার অনুমতি পেয়েছে।

এই ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সব সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত ‘যুক্তিহীন’ এবং জনগণকে ‘আঘাত’ করেছে।

এছাড়া বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ করেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে তারা জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে যাওয়া নিরাপদ নয়। বিশ্বকাপ শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি, তাই আইসিসির সিদ্ধান্তের দিকে নজর সবার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর