অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ট্রাভিস হেড এখন অ্যাশেজের সবচেয়ে উজ্জ্বল তারকা। সিডনি টেস্টের তৃতীয় দিনে (৬ জানুয়ারি ২০২৬) ইংল্যান্ডের বোলারদের ওপর ঝড় তুলে ১৬৬ বলে ১৬৩ রান করেন তিনি ২৪টি চার ও ১টি ছক্কায় সাজানো দুরন্ত ইনিংস।
চলতি অ্যাশেজ সিরিজে এটি তার তৃতীয় শতক। এই ইনিংসের মধ্যে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ৯৬ বছরের পুরোনো রেকর্ড। ১৯৩০ সালে লর্ডসে ব্র্যাডম্যান ১৬৬ বলে ১৫০ রান করেছিলেন। হেড সেই মাইলফলক স্পর্শ করেন মাত্র ১৫২ বলে। অ্যাশেজ ইতিহাসে যৌথভাবে চতুর্থ দ্রুততম।
বিজ্ঞাপন
দ্বিতীয় দিন শেষে ৯১ রানে অপরাজিত ছিলেন হেড। তৃতীয় দিনে মাত্র ১৮ বলে শতক পূর্ণ করেন, জশ টাংয়ের বলে বাউন্ডারি হাঁকিয়ে। শতক হতেই গোলাপি পোশাকে সেজে ওঠা সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারি উল্লাসে মুখরিত হয়ে ওঠে। হেড তার চেনা স্টাইলে উদযাপন করেন, হেলমেট ব্যাটের হাতলে বসিয়ে উঁচিয়ে ধরেন।
এই শতক দিয়ে হেড গড়লেন আরও কীর্তি। অস্ট্রেলিয়ার সাতটি ভিন্ন ভেন্যুতে শতক করার রেকর্ড। এক অ্যাশেজ সিরিজে তিন শতক। এলিট ক্লাবে ঢোকেন ম্যাথু হেইডেন, অ্যালিস্টার কুক, মাইকেল ভনের সঙ্গে। সিরিজে ৯ ইনিংসে ৬০০ রান, গড় ৬৬.৬৬, স্ট্রাইক রেট ৮৭.৫৯ পরের সেরা জো রুটের চেয়ে ২০৬ রান এগিয়ে।

