বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বাংলাদেশি খেলোয়াড় নিষিদ্ধ হবেন কি? মুখ খুললেন কপিল দেব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:০৬ এএম

শেয়ার করুন:

বাংলাদেশি খেলোয়াড় নিষিদ্ধ হবেন কি? মুখ খুললেন কপিল দেব

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক এখন সবচেয়ে নিচু পর্যায়ে। সবকিছুর শুরু বিসিসিআই-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া। ৯.২ কোটি রুপিতে কেনা মুস্তাফিজকে 'সাম্প্রতিক ঘটনাবলি' উল্লেখ করে ছাড়তে বলে বিসিসিআই। পিছনে কারণ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপ। 

এর জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে যাবে না দল। নিরাপত্তার উদ্বেগ ও সরকারি নির্দেশনা উল্লেখ করে তারা আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছে। বিশ্বকাপ যৌথভাবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, বাংলাদেশের গ্রুপের চার ম্যাচই (কলকাতায় তিনটি, মুম্বাইয়ে একটি) ভারতে হওয়ার কথা ছিল।


বিজ্ঞাপন


বাংলাদেশ সরকার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। অনির্দিষ্টকালের জন্য আইপিএল ২০২৬-এর সম্প্রচার ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিসিসিআই-এর সিদ্ধান্ত 'যুক্তিহীন' এবং জনগণকে ক্ষুব্ধ করেছে। ফলে জনস্বার্থে এই নিষেধাজ্ঞা।

এই উত্তেজনা ক্রিকেটের বাইরেও ছড়িয়েছে। প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই)-এর সভাপতি কিংবদন্তি কপিল দেবকে জিজ্ঞাসা করা হয়, বাংলাদেশি গলফারদের (জামাল হোসেন, সিদ্দিকুর রহমান, আকবর হোসেন) অংশগ্রহণ নিয়ে কী ভাবছেন? কপিলের উত্তর, 'আমরা এখনও এ নিয়ে কথা বলিনি। কোনো সিদ্ধান্ত হয়নি।' অর্থাৎ গলফেও বাংলাদেশি খেলোয়াড়দের ভবিষ্যৎ অনিশ্চিত। এক প্রতিবেদনে এই তথ্য জানায় ইন্ডিয়া টুডে। 

এখন সবার চোখ আইসিসি-এর দিকে। বিশ্বকাপ মাত্র এক মাস দূরে সূচি বদলানো কঠিন। পাকিস্তানের ম্যাচগুলো ইতিমধ্যে শ্রীলঙ্কায় সরানো হয়েছে। বাংলাদেশের অনুরোধ মঞ্জুর হলে আরেকটি বড় পরিবর্তন হবে। বিসিসিআই এ নিয়ে এখনও মুখ খোলেনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর