বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ইনজুরির যন্ত্রণায় অবসর নিয়ে নতুন তথ্য নেইমারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

শেয়ার করুন:

ইনজুরির যন্ত্রণায় অবসর নিয়ে নতুন তথ্য নেইমারের

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। একসময় যিনি বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নাম ছিলেন, সেই নেইমারই সাম্প্রতিক চোটের চাপে এতটাই ভেঙে পড়েছিলেন যে ফুটবল ছাড়ার কথা ভেবেছিলেন! এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন তার বাবা ও এজেন্ট নেইমার দা সিলভা সান্তোস সিনিয়র।

গত ডিসেম্বরে বাঁ হাঁটুর মেনিস্কাসের চোটে অস্ত্রোপচার করান নেইমার। কিন্তু তার আগের মানসিক অবস্থা ছিল খুবই খারাপ। ইউটিউবের এক সাক্ষাৎকারে (রাফা টেকলা টি চ্যানেল) নেইমার সিনিয়র জানান, চোটের খবর গণমাধ্যমে লিক হওয়ার পর নেইমারের মাথা একদম খালি হয়ে যায়। তিনি বলেন, “ছেলে আমাকে বলেছিল, ‘আর পারছি না বাবা। অস্ত্রোপচার করালেও কি ভালো হব, সন্দেহ আছে। আমার যথেষ্ট হয়েছে।’” 


বিজ্ঞাপন


৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে খেলতে গিয়ে এসিএল ও মেনিস্কাসে গুরুতর চোট পান। তারপর থেকে ফিটনেস নিয়ে লড়াই চলছে। ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেও পুরোপুরি সুস্থ হতে পারেননি। মৌসুমের অর্ধেকের বেশি ম্যাচ খেলতে পারলেও শেষ দিকে মেনিস্কাসের সমস্যা বাড়ে।

তবু নেইমার হাল ছাড়েননি। ডাক্তারদের পরামর্শ উপেক্ষা করে ব্যথা নিয়ে খেলে গেছেন। যাতে সান্তোস অবনমনের হাত থেকে বাঁচে। তার ৮টি লিগ গোল (শেষ রাউন্ডগুলোতে ৪টি) দলকে বাঁচিয়ে দেয়। মৌসুম শেষে অস্ত্রোপচার করান তিনি।

বাবার কথায় উৎসাহ পেয়ে নেইমারের মনোভাব বদলে যায়। পরদিনই অনুশীলনে ফিরে দুই পায়ে শট নেন, গোল করেন এবং বলেন, “শেষ পর্যন্ত লড়ব।” নেইমার সিনিয়র তাকে বলেছিলেন, সমালোচকদের জবাব মাঠে দাও, আর ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন ধরে রাখো। 

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার (১২৮ ম্যাচে ৭৯ গোল) এখনো বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন। অস্ত্রোপচার সফল হয়েছে, ধারণা করা হচ্ছে ২০২৬ মৌসুম শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন। সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনাও চলছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর