বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা দেখানোরও দরকার নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

‘যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা দেখানোরও দরকার নেই’

৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স কিনেছিল মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার হয়েছিলেন দ্য ফিজ। সব ঠিক থাকলে এবারের আসরে খেলতেন তিনি। কিন্তু মাঝে বাদ সাধলো ভারতের ক্রিকেট বোর্ড। রাজনৈতিক কারণে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ভারতের বোর্ড। সে নির্দেশ পালন করেছে কেকেআর। ফলে আইপিএলে খেলা হচ্ছে না বাংলাদেশি এই পেসারের। 

এদিকে রাজনৈতিক কারণে এভাবে ক্রিকেটারকে না খেলতে দেওয়ায় সমালোচনা হচ্ছে ব্যাপক। বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যেতে আপত্তি জানিয়েছে। একই সঙ্গে দেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


মুস্তাফিজ ইস্যুতে আজ কথা বলেছেন বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন, ‘খেলার মধ্যে রাজনীতি আসা উচিত না। ক্রিকেটের জায়গায় ক্রিকেট থাকা উচিত। আমি মনে করি খেলাধুলা মানুষকে এক করে।’ তিনি আরও বলেন, ‘যে ইস্যু নিয়ে মোস্তাফিজকে (ফেরত) পাঠানো হয়েছে, সেটা কিন্তু বোধগম্য না। পারফরম্যান্সের কারণে হতে পারত। কিন্তু কোনো কিছুই না, তবু এটা করা হলো, যা আমাদের সবাইকে ছুঁয়ে গেছে। দিন শেষে আমাদের স্বার্থটা দেখতে হবে।’

আইপিএলের সম্প্রচার বন্ধের ব্যাপারে তিনি বলেন, ‘যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা আমাদের দেখানোরও দরকার নেই। আমরা ক্রিকেট ভালোবাসি, সব রকম খেলা ভালোবাসি। কিন্তু যখন আমাদের এক নাগরিককে অসম্মান করবেন, আমার মনে হয় ওটা (আইপিএল) এড়িয়ে যাওয়াই উচিত। আর আমি আইপিএল এমনিতেও ওভাবে পছন্দ করি না।’

মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারায় বোর্ড নিরাপদ মনে করেনি জানিয়ে পাইলট বলেন, ‘মোস্তাফিজকে যখন নিরাপত্তা দিতে পারেনি, তখন বোর্ড নিরাপদ মনে করেনি।’ তিন আরও বলেন, ‘এই সমস্যার সমাধান হবে, তবে বাংলাদেশের নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমরা আমাদের মতো করে চলব। আইসিসি এটা ঠিক করার ব্যবস্থা করবে এবং আমার মনে হয় এটা খেলার মাধ্যমে সম্ভব।’

উদ্ভূত সমস্যার সমাধান রাজনৈতিক ভাবেই হওয়া উচিত জানিয়ে বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘রাজনৈতিকভাবে এগিয়ে আসতে হবে। রাজনৈতিকভাবে এই সমস্যা তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। আমি মনে করি রাজনীতিবিদদের এই জিনিসটা থেকে সরে আসা উচিত। বিশেষ করে যেটা মোস্তাফিজকে নিয়ে হয়েছে, সেটা ভালো কাজ হয়নি। খেলার মাঠে এসব না আসাই ভালো।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর