বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নাসুমের রেকর্ড গড়া প্রথম ফাইফার, নোয়াখালীর লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

নাসুমের রেকর্ড গড়া প্রথম ফাইফার, নোয়াখালীর লজ্জার রেকর্ড

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুয়াশাভেজা দুপুরের আলোয় যেন জাদু দেখালেন নাসুম আহমেদ। বল হাতে নিয়ে নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটারদের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করলেন এই বাঁহাতি স্পিনার। মাত্র ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে গড়লেন নতুন রেকর্ড। সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে এখন বিপিএল ইতিহাসে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক নাসুম।

সোমবারের ম্যাচে সিলেট টাইটান্সের হয়ে খেলতে নেমে নাসুমের ঘূর্ণিতে কুপোকাত হয় নোয়াখালী। পুরো দল গুটিয়ে গেল মাত্র ৬১ রানে, বিপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর এটি। গত এক দশকে এটাই সবচেয়ে কম দলীয় সংগ্রহ। সর্বনিম্ন স্কোর এখনও ২০১৬ সালের খুলনা টাইটান্সের ৪৪ রান।


বিজ্ঞাপন


নোয়াখালীর ইনিংসে আলো ছড়াতে পারেননি প্রায় কেউই। সর্বোচ্চ ২৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে ১৮ রান। বাকিরা দুই অঙ্কও ছুঁতে পারেননি। চার ব্যাটার তো শূন্য রানেই ফিরেছেন প্যাভিলিয়নে।

নাসুমের উইকেট শিকার শুরু হয় চতুর্থ ওভারে সৌম্য সরকারকে ফিরিয়ে। তারপর ১১তম ওভারে এলবিডব্লিউ করেন হায়দার আলিকে। শেষ ধাক্কাটা দেন নিজের কোটার শেষ ওভারে ১৩তম ওভারে। তৃতীয় ও চতুর্থ বলে আউট করেন মেহেদি হাসান রানা ও জহির খানকে। এক বল বিরতির পর শেষ বলে ফেরান বিলাল সামিকে। উল্লাসে মেতে ওঠেন নাসুম, মেতে ওঠে গ্যালারি।

বিপিএলে স্পিনার হিসেবে এর আগে সেরা ছিল সাকিবের ৫/১৬ (২০১৭ সালে)। নাসুমের ৫/৭ সেটাকে ছাড়িয়ে গেল অনায়াসে। বিপিএলে ৫ উইকেট নেওয়া পঞ্চম স্পিনার তিনি। আগে এই কীর্তি গড়েছেন ইমরান তাহির, নাসির হোসেন ও আফিফ হোসেন।

পেসার-স্পিনার মিলিয়ে বিপিএলের সেরা বোলিং এখনও তাসকিন আহমেদের ৭/১৯। নাসুমের এই স্পেল এখন চতুর্থ সেরা। নাসুমের এমন জাদুকরী স্পেলে নোয়াখালীর ব্যাটিং লাইনআপ যেন ধূলিসাৎ হয়ে গেল। সিলেট টাইটান্সের জয়টা এখন শুধু সময়ের অপেক্ষা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর