মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বাংলাদেশ পাকিস্তান এক নয়, এই সিদ্ধান্ত ভারতকে ছোট করে: শশী থারুর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ পাকিস্তান এক নয়, এই সিদ্ধান্ত ভারতকে ছোট করে: শশী থারুর

ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেটকে কেন্দ্র করে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলা ও লিঞ্চিংয়ের ঘটনার পর আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) যে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল, তাকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করে যে, তারা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ভারতে নির্ধারিত ম্যাচগুলো খেলতে যাবে না। নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছে। 

এই পুরো ঘটনায় তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা ও সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত একেবারে নিন্দনীয়। ক্রিকেটে অপ্রয়োজনীয় রাজনীতি মেশানো হচ্ছে।”


বিজ্ঞাপন


থারুরের মতে, বিসিসিআই নিজেই খেলোয়াড়দের তালিকা তৈরি করে দলগুলোকে বেছে নিতে বলেছে। তাহলে কেকেআরের দোষ কী? মুস্তাফিজ কোনোদিন ভারত বা হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু বলেননি বা ঘৃণা ছড়াননি। “তিনি শুধু একজন খেলোয়াড়। কেন ক্রিকেটকেই সোশ্যাল মিডিয়ার ক্ষোভের ভার বইতে হবে? অন্যান্য ক্ষেত্রে তো আমরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছি,” বলেন থারুর।

তিনি প্রশ্ন তোলেন, যদি কোনো হিন্দু বাংলাদেশি খেলোয়াড় যেমন লিটন দাস বা সৌম্য সরকারকে কেনা হতো, তাহলে কি তাদেরও ছাড়তে বলা হতো? “এটা কি অসহিষ্ণুতার চিহ্ন? এই সিদ্ধান্ত আমাদের জাতীয় মর্যাদা, কূটনীতি ও সম্পর্ককে ক্ষতি করছে।”

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করার প্রশ্নে থারুর স্পষ্ট বলেন, “না, বাংলাদেশ পাকিস্তান নয়। তারা সীমান্ত দিয়ে সন্ত্রাসী পাঠায়নি। দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভিন্ন। এগুলোকে এক করে দেখা যায় না। ”

বিশ্বকাপে বাংলাদেশের ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থারুর বলেন, “এটা আমাদের নিজেদেরই তৈরি করা লজ্জা। ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত। এই সিদ্ধান্ত ভারতকে ছোট করে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর