মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা টাইগার পেসারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা টাইগার পেসারের

বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। নিজের ফেসবুক পেজে এক আবেগঘন বিবৃতিতে এই কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে খেলা তার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল বলে উল্লেখ করেছেন শফিউল।

শফিউলের অবসরের ঘোষণা এসেছে চলতি বিপিএলের মাঝামাঝি সময়ে। বিসিবির নির্দেশনা অনুসারে তিনি এবারের বিপিএলে খেলছেন না। নিলামের চূড়ান্ত তালিকা থেকে আগেই বাদ পড়েছেন শফিউলসহ এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেনসহ মোট সাত ক্রিকেটার। ফলে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে পারেনি।


বিজ্ঞাপন


ফেসবুকে শফিউল লিখেছেন, “আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।”

তিনি বিসিবি, সতীর্থ, কোচ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, “আপনাদের ভালোবাসা আর দোয়া ছাড়া আজকের শফিউল হওয়া সম্ভব ছিল না।” যদি অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। তবে ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন এই সদ্য সাবেক পেসার।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা শফিউল বাংলাদেশের হয়ে খেলেছেন টেস্টে ১১ ম্যাচ; নিয়েছেন ১৭ উইকেট। ওয়ানডেতে ৬০ ম্যাচে ৭০ উইকেট, এছাড়া টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে ২০ উইকেট। 

তার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। স্নায়ুক্ষয়ী সেই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে নবম উইকেটে জুটি গড়ে ২৪ বলে অপরাজিত ২৪ রান করে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন শফিউল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর