মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

স্টোকসের বিপক্ষে ইতিহাস গড়লেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ১১:২৩ এএম

শেয়ার করুন:

স্টোকসের বিপক্ষে ইতিহাস গড়লেন স্টার্ক

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলমান ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের নেতৃত্ব দিয়ে আবারও নিজের গুরুত্ব প্রমাণ করলেন মিচেল স্টার্ক।

দ্বিতীয় দিনের শুরুতেই বড় আঘাত হানেন এই অভিজ্ঞ বাঁহাতি ফাস্ট বোলার। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে শূন্য রানে আউট করেন তিনি। ছয় নম্বরে ব্যাট করতে নেমে স্টোকস ১১ বল খেলেও কোনো রান করতে পারেননি। ৫১তম ওভারের পঞ্চম বলে স্টার্কের বলে এজ করে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দেন স্টোকস।


বিজ্ঞাপন


চলতি অ্যাশেজ সিরিজে এটি পঞ্চমবার, যখন স্টার্কের বলে আউট হলেন স্টোকস। এতে দুই তারকার লড়াইয়ে স্পষ্টভাবেই এগিয়ে থাকলেন অস্ট্রেলিয়ান এই পেসার।

এই উইকেটের মাধ্যমে ব্যক্তিগত রেকর্ডেও জায়গা করে নেন স্টার্ক। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত তিনি স্টোকসকে আউট করেছেন ১৪ বার, যা কোনো বোলারের বিপক্ষে ইংল্যান্ড অলরাউন্ডারের সর্বোচ্চবার আউট হওয়ার রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ভারতের সাবেক স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের (১৩ বার)। তালিকায় আরও আছেন নাথান লায়ন (১০ বার) ও রবীন্দ্র জাদেজা (৮ বার)।

চলতি অ্যাশেজে এটি স্টার্কের ২৮তম উইকেট। টেস্ট ক্যারিয়ারে তার মোট উইকেট সংখ্যা এখন ৪৩০। আর মাত্র চারটি উইকেট পেলেই তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি রঙ্গনা হেরাথকে (৪৩৩ উইকেট) ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি বোলার হয়ে যাবেন।

স্টার্কের দাপটের মাঝেও ইংল্যান্ডের ইনিংসে একমাত্র উজ্জ্বল পারফরম্যান্স আসে জো রুটের ব্যাট থেকে। আধুনিক যুগের সেরা টেস্ট ব্যাটারদের একজন রুট এই ম্যাচে নিজের ৪১তম টেস্ট সেঞ্চুরি করেন। ৬০তম ওভারের প্রথম বলে মাইকেল নেসেরের বলে দুই রান নিয়ে শতক পূর্ণ করেন তিনি। তবে তার এই ইনিংসও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাত থেকে নিতে পারেনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর