এমএলএস কাপজয়ী ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মুরা। শনিবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই রাইট-ব্যাককে দলে নেওয়ার ঘোষণা দেয়। ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেওয়া ২৬ বছর বয়সী মুরার সঙ্গে চুক্তি হয়েছে ২০২৯ সালের জুন পর্যন্ত।
২০২৬ মৌসুম শুরুর আগে পি-১ ভিসা ও ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট (আইটিসি) পাওয়া সাপেক্ষে ইন্টার মায়ামির স্কোয়াডে যুক্ত হবেন মুরা।
বিজ্ঞাপন
আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে দীর্ঘ সময় খেলে আসা মুরা এর আগে এস্তুদিয়ান্তেস দে লা প্লাতা ও ক্লাব আতলেতিকো কোলোনের জার্সিও গায়ে জড়িয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ২০০ ম্যাচে তাঁর গোল ১৩টি, অ্যাসিস্ট ২০টি।
আন্তর্জাতিক পর্যায়েও অভিজ্ঞ মুরা। ২০২০ সালের কনমেবল দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০১৯ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও খেলেছেন এই ডিফেন্ডার।
ইন্টার মায়ামির এটি দ্বিতীয় ডিফেন্সিভ সাইনিং। এর আগে ডিফেন্ডার সার্জিও রেগিলনকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত দুই বছরের চুক্তিতে দলে ভেড়ায় ক্লাবটি। ২০২৬ মৌসুম সামনে রেখে ট্রান্সফার উইন্ডো চলাকালে ইন্টার মায়ামির স্কোয়াডে আরও পরিবর্তন আসতে পারে। নতুন মৌসুম শুরু হবে ২১ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ এলএএফসি।
এর আগে গত ৬ ডিসেম্বর এমএলএস কাপ জয়ের পর অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজের চুক্তিও নবায়নের ঘোষণা দেয় ইন্টার মায়ামি। ২০২৬ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবেই থাকছেন উরুগুইয়ান এই তারকা।

