সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কোমা থেকে জেগে উঠেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

কোমা থেকে জেগে উঠেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার

সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ড্যামিয়েন মার্টিনের শারীরিক অবস্থার নাটকীয় উন্নতি হয়েছে। বক্সিং ডে-তে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। মার্টিনের অবস্থা উন্নতির যাওয়াকে চিকিৎসকরা ‘অলৌকিক’ ঘুরে দাঁড়ানো বলে বর্ণনা করছেন।

৫৪ বছর বয়সী মার্টিনকে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে হাসপাতালে নেওয়ার পর কোমায় রাখা হয়েছিল। তবে এখন তিনি কোমা থেকে জেগে উঠেছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলতে পারছেন। চিকিৎসকরা আশাবাদী, খুব শিগগিরই তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা যাবে।


বিজ্ঞাপন


মার্টিনের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট বলেন, “গত ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, তা অবিশ্বাস্য। সে এখন কথা বলতে পারছে এবং চিকিৎসায় সাড়া দিচ্ছে। কোমা থেকে বের হওয়ার পর যেভাবে উন্নতি হয়েছে, তাতে পরিবার মনে করছে এটা যেন কোনো অলৌকিক ঘটনা।”

তিনি আরও বলেন, “অবস্থা এতটাই ইতিবাচক যে, খুব শিগগিরই আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে নেওয়ার ব্যাপারে চিকিৎসকরা আশাবাদী। এটা প্রমাণ করে সে কত দ্রুত সুস্থতার পথে ফিরছে। তার মনোবল ভালো, আর এত মানুষের সমর্থনে সে অভিভূত। এখনও কিছু চিকিৎসা ও পর্যবেক্ষণ বাকি আছে, তবে সবকিছুই ইতিবাচক দিকেই যাচ্ছে।”

মার্টিনের স্ত্রী আমান্ডার অনুভূতির কথাও জানান গিলক্রিস্ট। “আমান্ডা সবাইকে জানাতে চেয়েছেন, মানুষের ভালোবাসা, শুভকামনা আর সংবাদমাধ্যমের মাধ্যমে পাওয়া সমর্থনই ড্যামিয়েনকে এত দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে বলে তিনি বিশ্বাস করেন। এই কঠিন সময়ে এত মানুষ পাশে দাঁড়ানোয় তারা নিজেদের ভাগ্যবান মনে করছেন।”

ড্যামিয়েন মার্টিন ১৯৯২ থেকে ২০০৬ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। ছয় বছরের বিরতির পর ২০০০ সালে দলে ফিরে স্টিভ ওয়াহর নেতৃত্বাধীন শক্তিশালী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলেও ছিলেন মার্টিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর