লা লিগায় শনিবার এস্পানিওলের বিপক্ষে ২–০ ব্যবধানে জয়ের পর গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে প্রশংসায় ভাসালেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ম্যাচ শেষে স্বীকার করেছেন, এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তাঁর গোলরক্ষকেরই।
নিজের সাবেক ক্লাবের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখান গার্সিয়া। তাঁর একের পর এক সেভের ওপর ভর করেই শেষ দিকে বদলি খেলোয়াড় দানি ওলমো ও রবার্ট লেভানডফস্কির গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা। ফ্লিক ম্যাচের পর অকপটভাবে বলেন, তিন পয়েন্ট পাওয়ার মতো খেলা তাদের ছিল না।
বিজ্ঞাপন
“সত্যি বলতে আমরা এটা ডিজার্ভ করিনি। আমাকে হোয়ান গার্সিয়াকে ধন্যবাদ দিতেই হবে, ও অবিশ্বাস্য খেলেছে। ও এই মুহূর্তে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন,” সাংবাদিকদের বলেন বার্সা কোচ।
তিনি আরও যোগ করেন, “ও পুরো মৌসুমেই দুর্দান্ত খেলছে। এই মাঠে ও যা অভিজ্ঞতা পেল, সেটা কখনো ভুলবে না। মানোলো ওকে খেলানোর আত্মবিশ্বাস দিয়েছিল। এখন আমাদের সঙ্গে আছে, আর আজ অবিশ্বাস্য পারফরম্যান্স দিয়েছে। এই জয়ে ও ছিল অন্যতম মূল খেলোয়াড়।”
গার্সিয়ার মানসিক দৃঢ়তার কথাও তুলে ধরেন ফ্লিক। “আমি ওর সঙ্গে কথা বলেছি। ও সব সময়ের মতোই শান্ত, আত্মবিশ্বাসী আর ফোকাসড ছিল। এটাই ওকে এমন উচ্চ মানের পারফরম্যান্স দিতে সাহায্য করেছে। আজকের ম্যাচ দেখলেই বোঝা যায়, ও আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওকে দলে পেয়ে আমি খুবই খুশি।”
লা লিগার ম্যাচ শেষ করে এবার স্প্যানিশ সুপার কাপের দিকে মনোযোগ দিচ্ছে বার্সেলোনা। আগামী বুধবার সৌদি আরবে সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে ফ্লিকের দল।

