সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

এশিয়া কাপ ট্রফি এখন কোথায় আছে, জানালেন নাকভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

এশিয়া কাপ ট্রফি এখন কোথায় আছে, জানালেন নাকভি

এশিয়া কাপ ২০২৫-এর ট্রফি কোথায় আছে এই প্রশ্ন ঘিরে সাম্প্রতিক সময়ে নানা জল্পনা ছড়িয়েছে। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসিন নাকভি।

করাচিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে ট্রফির অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসিমুখে বলেন, 'ট্রফি যেখানেই থাকুক, তা সম্পূর্ণ নিরাপদ আছে।' তার এই সংক্ষিপ্ত মন্তব্যকে চলমান গুজব শান্ত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। 


বিজ্ঞাপন


সূত্র জানায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক বৈঠকগুলোতে এশিয়া কাপ ২০২৫-এর ট্রফি নিয়ে কোনো আলোচনা হয়নি। বিষয়টি বৈঠকের এজেন্ডাতেও ছিল না।

এছাড়া, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)ও এই বিষয়ে কোনো প্রশ্ন তোলে বা কোনো অবস্থান জানায়নি। গুরুত্বপূর্ণ এই বোর্ডের পক্ষ থেকে কিছু না বলায় স্পষ্ট হচ্ছে, বিষয়টি আসলে আনুষ্ঠানিকভাবে কোথাও উত্থাপিত হয়নি।

ক্রিকেট প্রশাসকদের মতে, ট্রফি নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা আসল কাজ থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে। তারা জানিয়েছেন, টুর্নামেন্টের সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মকানুন ঠিকভাবেই অনুসরণ করা হচ্ছে এবং উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর