সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কারো খামখেয়ালিতে বিশ্বকাপের সূচি বদলানো যায় না: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

কারো খামখেয়ালিতে বিশ্বকাপের সূচি বদলানো যায় না: বিসিসিআই

ক্রিকেটের মাঠের বাইরে রাজনৈতিক ঝড়! বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে ছাড়তে বাধ্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্দেশ দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করতে। 

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে নিলামে ৯.২০ কোটি রুপিতে কিনেছিল। কিন্তু বিসিসিআই নির্দেশ দেয় তাকে ছাড়তে, 'সাম্প্রতিক ঘটনাবলী' উল্লেখ করে (বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে)। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লেখেন, 'যেখানে একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার খেলতে পারে না, সেখানে পুরো দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই।' তিনি বিসিবিকে নির্দেশ দেন আইসিসির কাছে লিখে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করতে। এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবও দেন।


বিজ্ঞাপন


টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে, ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজক। বাংলাদেশ গ্রুপ 'সি'তে-ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালের সঙ্গে খেলবে। নির্ধারিত সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ কলকাতা (ইডেন গার্ডেন্স), ৯ ফেব্রুয়ারি ইতালি বনাম বাংলাদেশ (কলকাতা), ১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম বাংলাদেশ (কলকাতা), ১৭ ফেব্রুয়ারি নেপাল বনাম বাংলাদেশ  মুম্বাই (ওয়াংখেড়ে)। অর্থাৎ তিনটি ম্যাচ কলকাতায়, একটি মুম্বাইতে।

এমন ইস্যুতে বিসিসিআইয়ের এক সূত্র ভারতের গণমাধ্যমে বলেছেন, 'কারো খামখেয়ালিতে শেষ মুহূর্তে সূচি বদলানো যায় না। এতে লজিস্টিকসের বড় সমস্যা হবে। হোটেল, ফ্লাইট, সম্প্রচারের ব্যবস্থা সব হয়ে গেছে।' তারা মনে করছেন, এত কম সময়ে (বিশ্বকাপ শুরু এক মাসের মধ্যে) ম্যাচ সরানো প্রায় অসম্ভব।

এদিকে আজ বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচ সরানোর অনুরোধ করবে। আইসিসির চেয়ারম্যান জয় শাহ (ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে) তাই সিদ্ধান্ত কোন দিকে যায়, সেটা নিয়ে উত্তেজনা রয়েছে। পাকিস্তানের ম্যাচগুলো ইতিমধ্যে রাজনৈতিক কারণে শ্রীলঙ্কায় সরানো হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও কি তাই হবে?

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর