প্রায় পুরো ম্যাচেই এস্পানিওলের রক্ষণ ভাঙতে পারছিল না বার্সেলোনা। বলের দখল বেশি থাকলেও গোলের দেখা মিলছিল না। তবে ম্যাচের শেষদিকে দুই গোল করে শেষ হাসি হাসল কাতালানরা।
শনিবার রাতে লা লিগার ডার্বিতে এস্পানিওলের মাঠে ২–০ গোলে জয় পায় বার্সেলোনা। ম্যাচের ৮৬ মিনিটে প্রথম গোল করেন দানি ওলমো। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন রবার্ট লেভানদোভস্কি।
বিজ্ঞাপন
এই জয়ের মাধ্যমে বছরের প্রথম ম্যাচ রাঙানোর পাশাপাশি লা লিগায় টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল হান্সি ফ্লিকের দল।
১৯ ম্যাচে ১৬ জয়, ১ ড্র ও ২ হারে বার্সেলোনার পয়েন্ট এখন ৪৯। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। আজ রাতে রিয়াল বেতিসের মুখোমুখি হবে তারা। অন্যদিকে ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে এস্পানিওল।
ম্যাচের শুরু থেকেই এস্পানিওল বেশ চাপে রাখে বার্সেলোনাকে। ২০ মিনিটে প্রথম বড় সুযোগ পায় স্বাগতিকরা। রবার্তো ফের্নান্দেস একা গোলকিপারের সামনে গেলেও গোল করতে ব্যর্থ হন।
২৮ মিনিটে লামিনে ইয়ামালের শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৩৭ মিনিটে রাফিনিয়ার ফ্রি-কিক থেকে ফেররান তোরেস হেড নিলেও সেটি লক্ষ্যে ছিল না। প্রথমার্ধের শেষ দিকে বার্সেলোনাকে একাধিকবার বাঁচান গোলকিপার গার্সিয়া।
বিজ্ঞাপন
বিরতির পর এস্পানিওল আবারও সুযোগ তৈরি করে। ৬৪ মিনিটে ফের্নান্দেসের শট ঠেকিয়ে দেন গার্সিয়া। ৭১ মিনিটে এরিক গার্সিয়ার শট দারুণভাবে সেভ করেন এস্পানিওল গোলকিপার মার্কো দিমিত্রোভিচ।
অবশেষে ৮৬ মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। ফের্মিন লোপেসের পাস থেকে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন দানি ওলমো। ম্যাচের শেষ মিনিটে লেভানদোভস্কির গোল সব অনিশ্চয়তা দূর করে দেয়। শেষ পর্যন্ত ডার্বি জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

