সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

তরুণ দল নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করল নামিবিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

তরুণ দল নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করল নামিবিয়া

নামিবিয়া ক্রিকেট বোর্ড আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলের অধিনায়ক হিসেবে থাকছেন গেরহার্ড এরাসমাস।

দলটিতে বেশিরভাগ ক্রিকেটারের আন্তর্জাতিক অভিজ্ঞতা খুব বেশি নয়। স্কোয়াডে এমন পাঁচজন খেলোয়াড় আছেন, যাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যা দশটিরও কম। তবে সীমিত অভিজ্ঞতা হলেও ভালো পারফরম্যান্স দেখানোর ব্যাপারে আশাবাদী নামিবিয়া।


বিজ্ঞাপন


দলের বড় শক্তি হিসেবে ধরা হচ্ছে অভিজ্ঞ কোচ গ্যারি কার্স্টেনকে। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটারকে গত ডিসেম্বরের শুরুতে নামিবিয়ার জাতীয় দলের কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর কৌশল ও অভিজ্ঞতায় ভালো কিছু করার লক্ষ্য দলটির।

স্কোয়াডে অধিনায়ক এরাসমাসের সঙ্গে আছেন উইকেটকিপার জেইন গ্রিন। এছাড়া দলে রয়েছেন বার্নার্ড স্কল্টজ, জান ফ্রাইলিঙ্ক, জে জে স্মিট, মলান ক্রুগার, রুবেন ট্রাম্পেলম্যান এবং জ্যান নিকল লফটি–ইটন।

পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন ২০ বছর বয়সী জ্যাক ব্রাসেল। তিনি এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ও ১৮টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর সঙ্গে থাকবেন ২৫ বছর বয়সী বেন শিকোঙ্গো, যিনি ২৩টি ওয়ানডে ও ৪০টি টি–টোয়েন্টি খেলেছেন এবং ইতিমধ্যেই দলের জন্য ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখিয়েছেন। বোলিং বিভাগে আরও আছেন ম্যাক্স হেইঙ্গো, যিনি অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামিবিয়ার ঐতিহাসিক টি–টোয়েন্টি জয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন।

ব্যাটিং বিভাগে রয়েছেন ৭টি টি–টোয়েন্টি খেলা লোরেন স্টিনক্যাম্প। মিডল অর্ডারে খেলবেন জান বাল্ট। এছাড়া দলে আছেন ২১ বছর বয়সী ডিলান লাইচর ও ২৫ বছর বয়সী অলরাউন্ডার উইলেম মাইবার্গ। রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ২০ বছর বয়সী অলরাউন্ডার আলেক্সান্ডার বুসিং-ভলসচেঙ্ককে।


বিজ্ঞাপন


টি–টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া পড়েছে কঠিন গ্রুপে। তাদের গ্রুপে রয়েছে আয়োজক ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করলেও সাহসী পারফরম্যান্স দেখাতে চায় নামিবিয়া।

নামিবিয়ার টি–টোয়েন্টি বিশ্বকাপ দল: গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেইন গ্রিন (উইকেটকিপার), বার্নার্ড স্কল্টজ, রুবেন ট্রাম্পেলম্যান, জে জে স্মিট, জান ফ্রাইলিঙ্ক, লোরেন স্টিনক্যাম্প, মলান ক্রুগার, জান নিকল লফটি–ইটন, জ্যাক ব্রাসেল, বেন শিকোঙ্গো, জান বাল্ট, ডিলান লাইচর, উইলেম মাইবার্গ, ম্যাক্স হেইঙ্গো, আলেক্সান্ডার বুসিং-ভলসচেঙ্ক (ভ্রমণরত রিজার্ভ)।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর