সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রোনালদো শুধু কিংবদন্তি নন, বড় মনের মানুষও: মদ্রিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

রোনালদো শুধু কিংবদন্তি নন, বড় মনের মানুষও: মদ্রিচ

ফুটবলের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখেছে পুরো বিশ্ব। গোলের পর গোল, রেকর্ডের পর রেকর্ড এসব তো সবার জানা। কিন্তু মাঠের বাইরে রোনালদো কেমন মানুষ? এই প্রশ্নের উত্তর দিয়েছেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদ্রিচ। ক্রোয়াট এই মিডফিল্ডার বলছেন, রোনালদো শুধু দারুণ ফুটবলার নন, তিনি একজন অসাধারণ মানুষও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, “অনেকেই জানে না, কিন্তু রোনালদোর হৃদয়টা বিশাল। সব সময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকেন তিনি। আর সহজ-সরল, একদম সাধারণ মানুষের মতো।” রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার স্মৃতি থেকে বলছেন মদ্রিচ, “আমার কাছে ক্রিশ্চিয়ানো একটু বেশি কাছের, কারণ তার সঙ্গে অনেকদিন খেলেছি।”


বিজ্ঞাপন


তবে মেসি-রোনালদোর মধ্যে কে সেরা এই চিরকালীন বিতর্কে মদ্রিচ কোনো পক্ষ নেননি। তিনি বলেন, “এই প্রশ্নটা আমি পছন্দ করি না। তারা দুজনেই একটা পুরো যুগের প্রতিনিধিত্ব করেছেন।” মেসির প্রশংসায়ও কার্পণ্য করেননি ক্রোয়াট অধিনায়ক। “মানুষ হিসেবে মেসিকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে সন্দেহ নেই যে তিনিও অসাধারণ একজন। আর খেলোয়াড় হিসেবে তো দুর্দান্ত যা অর্জন করেছেন, তা অস্বীকার করার উপায় নেই।”

রিয়ালে রোনালদোর সঙ্গে চারটি চ্যাম্পিয়নস লিগ জয়ের সাক্ষী মদ্রিচ। অন্যদিকে, মেসির সঙ্গে লা লিগা আর বিশ্বকাপে প্রতিপক্ষ হয়ে মুখোমুখি হয়েছেন বারবার। কিন্তু সেরার লড়াইয়ে তিনি দুজনকেই সমান চোখে দেখেন।

এদিকে, ২০২৬ বিশ্বকাপ দোরগোড়ায়। জুন থেকে শুরু হবে এই মেগা আসর। অনেকের ধারণা, এটাই হয়তো মেসি আর রোনালদোর শেষ বিশ্বকাপ। বিতর্কে সময় নষ্ট না করে, ভক্তরা অপেক্ষায় আছেন তাদের শেষ জাদু দেখার জন্য। মাঠে যাই হোক, দুজনেই তো ফুটবলের ইতিহাসে অমর হয়ে আছেন!

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর