সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ কেউ দেখবে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ কেউ দেখবে না’

আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। এবারের আসরে অংশ নেবে মোট ২০টি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত তাদের শিরোপা রক্ষার লড়াই শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু এই উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন সরাসরি বলেছেন, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কেউ দেখবে না। ভারত বনাম যুক্তরাষ্ট্র বা ভারত বনাম নামিবিয়া, এ ধরনের ম্যাচগুলো দর্শকদের বিশ্বকাপ থেকে দূরে সরিয়ে নেবে।’


বিজ্ঞাপন


তার মতে, আগে বিশ্বকাপ চার বছরে একবার হতো, যা ধীরে ধীরে উত্তেজনা তৈরি করত। প্রথম রাউন্ডেই ভারতের মতো দল ইংল্যান্ড বা শ্রীলঙ্কার সঙ্গে খেলত, যা অনেক বেশি উপভোগ্য ছিল।

মাত্র পাঁচ বছরের মধ্যে এটি চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের মতো চার বছরের চক্র বজায় রাখা হলেও টি-টোয়েন্টি সংস্করণ এখন দু’বছর অন্তর হয়। অশ্বিন শৈশবের স্মৃতি তুলে ধরে বলেন, ‘১৯৯৬, ১৯৯৯ বা ২০০৩-এর বিশ্বকাপের জন্য আমরা কার্ড সংগ্রহ করতাম, সূচি ছাপিয়ে রাখতাম। সেই অপেক্ষার উত্তেজনা এখন আর নেই।’

অশ্বিন মনে করেন, টুর্নামেন্টে ২০টি দল নেওয়ার উদ্দেশ্য ক্রিকেটকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া। যা ভালো উদ্যোগ। কিন্তু এতে প্রথম পর্বের অনেক ম্যাচ একপেশে হয়ে যায়, যা দর্শকদের আগ্রহ কমিয়ে দেয়। ঘন ঘন বড় টুর্নামেন্টের কারণে খেলোয়াড়দের ক্লান্তি তো আছেই, দর্শকদের মধ্যেও একটা ‘ক্রিকেট ফ্যাটিগ’ তৈরি হচ্ছে। এটি ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর