বিপিএলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বদলে গেল মাহমুদউল্লাহর গল্প। আগের ম্যাচে ১ বলে ১ রান নিতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই ম্যাচে রংপুর রাইডার্স হেরে যায় এবং মাহমুদউল্লাহ হয়ে ওঠেন ভিলেন।
কিন্তু পরের দিনই দৃশ্যপট পাল্টে দেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সিলেট টাইটান্সের বিপক্ষে রান তাড়ায় দুর্দান্ত ব্যাটিং করেন মাহমুদউল্লাহ। ১৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় করেন অপরাজিত ৩৪ রান। তার এই ইনিংসেই জয় পায় রংপুর রাইডার্স। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।
বিজ্ঞাপন
মাহমুদউল্লাহ যখনই সমালোচনায় পড়েন, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশে দাঁড়ান তার স্ত্রী জান্নাতুল কাওসার। এবারও তার ব্যতিক্রম হয়নি। ম্যাচ শেষে একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন,‘আলহামদুলিল্লাহ। এতটাও বুড়া হয় নাই।’
বাংলাদেশ ক্রিকেটে মাহমুদউল্লাহর নাম জড়িয়ে আছে কিছু হৃদয়ভাঙা মুহূর্তের সঙ্গে। ২০১২ সালের এশিয়া কাপ ফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ ওভারের আক্ষেপ। সবই এখনো ক্রিকেটভক্তদের মনে দাগ কেটে আছে। সাম্প্রতিক সময়ে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১ বলে ১ রান নিতে না পারার ঘটনাও যোগ হয় সেই তালিকায়।
তবে এসব সমালোচনার জবাব মাঠেই দিলেন মাহমুদউল্লাহ। পরের ম্যাচেই ব্যাট হাতে প্রমাণ করলেন, তিনি এখনো ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। আর তার সেই পারফরম্যান্সের জবাব সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন তার স্ত্রীও।

