শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘৪৫ মিনিটেই রদ্রি প্রমাণ করেছে এই পজিশনে সে সেরা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

‘৪৫ মিনিটেই রদ্রি প্রমাণ করেছে এই পজিশনে সে সেরা’

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডে রদ্রির প্রভাব কত বেশি তা সান্ডারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আবার মনে করিয়ে দিলেন পেপ গার্দিওলা। ব্যালন ডি’অরজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডার বদলি হিসেবে নেমেই সিটিকে যে স্থিরতা আর ছন্দ এনে দিয়েছেন, সেটাই নাকি গত দেড় বছর ধরে সবচেয়ে বেশি মিস করেছে তার দল।

স্টেডিয়াম অব লাইটে সান্ডারল্যান্ডকে হারাতে না পারায় শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে সিটি। আর্সেনাল এখন লিগের শীর্ষে গার্দিওলার দলের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। তবু ম্যাচ শেষে গার্দিওলার আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন রদ্রি। দ্বিতীয়ার্ধে চোট পাওয়া নিকো গনসালেসের জায়গায় নামেন রদ্রি। মাঠে নামার পরই সিটির মাঝমাঠে বদলটা চোখে পড়ে। বলের দখল, পাসিং আর গেম কন্ট্রোল- সবকিছুতেই উন্নতি আসে।


বিজ্ঞাপন


গার্দিওলা বলেন, “ও (রদ্রি) খেলাটাই বদলে দিয়েছে। মাত্র ৪৫ মিনিটে প্রমাণ করেছে, নিজের পজিশনে সে সেরা। বিল্ড-আপে আমরা সমস্যায় ছিলাম, রদ্রি আসার পর সেটা অনেকটাই কমে গেছে। দেড় বছর ওকে ছাড়া আমরা ওকে ভীষণভাবে মিস করেছি।”

সেপ্টেম্বর ২০২৪-এ গুরুতর হাঁটুর চোটের পর থেকে প্রিমিয়ার লিগে মাত্র চারটি ম্যাচ শুরু করেছেন রদ্রি। গার্দিওলার আশা, এবার সে পুরোপুরি ফিট থাকলে মৌসুমের বাকি সময়টায় সিটিকে বড় সহায়তা দিতে পারবে। “সবচেয়ে জরুরি হলো ও ফিট থাকুক। কারণ রদ্রি থাকলে আমরা অনেক ভালো দল হয়ে উঠি,” যোগ করেন সিটি কোচ।

ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে গার্দিওলা স্বীকার করেন, সান্ডারল্যান্ডের মাঠে পয়েন্ট পাওয়া সহজ নয়। “খুব কঠিন জায়গা। ছয় গজ বক্সে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছি। প্রথমার্ধে যেটা নিয়ে কথা বলেছিলাম, সেটা করতে পারিনি। তবু শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দল যা করেছে, তাতে আমি গর্বিত,” বলেন তিনি।

এই ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন সাভিনিও ও নিকো গনসালেস। চেলসির বিপক্ষে রোববারের ম্যাচে তাদের পাওয়া অনিশ্চিত। গার্দিওলা জানান, “সাভিনিওর অবস্থা ভালো মনে হচ্ছে না। নিকোর ব্যাপারে এখনও নিশ্চিত নই।” আর্সেনালের সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকলেও গার্দিওলা স্পষ্ট করে দিলেন, মাথা নিচু রাখার সময় নয়। সামনে চেলসির বিপক্ষে আরেকটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর