শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মুস্তাফিজ ইস্যুতে তোপের মুখে শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

মুস্তাফিজ ইস্যুতে তোপের মুখে শাহরুখ খান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের নিলামে বড় অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে তাকে দলে নেওয়ার পর থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, যা নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথাও উঠেছে।

কেকেআর মালিক বলিউড তারকা শাহরুখ খানকে এই সিদ্ধান্তের জন্য কড়া ভাষায় আক্রমণ করেছেন কয়েকজন হিন্দু ধর্মগুরু ও বিজেপি নেতা। তাদের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ থাকার পরও কেন একজন বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়া হলো।


বিজ্ঞাপন


সবচেয়ে আগে এই বিষয়ে মন্তব্য করেন হিন্দু ধর্মগুরু দেবকীনন্দন ঠাকুর। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে কেকেআরের উচিত মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া। এমনকি তাকে দেওয়া ৯.২ কোটি রুপি ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর মধ্যে বিতরণের দাবিও তোলেন তিনি।’

এরপর উত্তর প্রদেশের বিজেপি নেতা ও সাবেক বিধায়ক সঙ্গীত সোম শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করেন। তিনি দাবি করেন, ‘যেকোনো মূল্যে মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া হবে না।’

এই বিতর্কের পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা ও সংসদ সদস্য মানিকম ঠাকুর শাহরুখ খানের পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘শাহরুখ খানকে দেশদ্রোহী বলা ভারতের বহুত্ববাদে আঘাত। ঘৃণা কখনোই জাতীয়তাবাদ হতে পারে না।’

তিনি সমাজে বিভাজন ছড়ানো বন্ধ করার আহ্বানও জানান। এত বিতর্কের মাঝেও মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে কোনো শঙ্কা দেখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনসাইডস্পোর্টকে দেওয়া এক বক্তব্যে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, সরকারিভাবে এখনো বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশ আসেনি। তিনি বলেন,‘বাংলাদেশ ভারতের শত্রু দেশ নয়। তাই মোস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’


বিজ্ঞাপন


উল্লেখ্য, ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম আসরেই শিরোপা জেতেন তিনি এবং হন সেরা উদীয়মান খেলোয়াড়। এরপর রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার। কলকাতা নাইট রাইডার্স হবে তার আইপিএলের ষষ্ঠ দল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর