অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অনুষ্ঠেয় এই ম্যাচে প্রথমবারের মতো সিরিজে সুযোগ পেতে পারেন ডানহাতি পেসার ম্যাথিউ পটস।
চতুর্থ টেস্টে হ্যামস্ট্রিং চোটে পড়া গাস অ্যাটকিনসনের পরিবর্তে দলে এসেছেন পটস। পুরো সফরজুড়েই দলে থাকলেও এখনো মাঠে নামা হয়নি তাঁর। সবকিছু ঠিক থাকলে সিডনি টেস্টেই ক্যারিয়ারের ১১তম টেস্ট খেলতে যাচ্ছেন ডারহামের এই পেসার।
বিজ্ঞাপন
ইংল্যান্ডের পেস আক্রমণে আরেকটি বড় পরিবর্তন এসেছে ইনজুরির কারণে। বাম হাঁটুর চোটে সিরিজ শেষ হয়েছে মার্ক উডের, সাইড স্ট্রেইনে আগেই দেশে ফিরেছেন জফরা আর্চার। ফলে লায়ন্স দল থেকে ডাকা হয়েছে ম্যাথিউ ফিশারকে, যিনি স্কোয়াডে থাকা একমাত্র অন্য ফ্রন্টলাইন পেসার।
মেলবোর্নের বক্সিং ডে টেস্টের দুই দিনের পিচ বিতর্কের পর সিডনিতে ব্যাটসম্যানদের জন্য তুলনামূলক ভালো উইকেট আশা করছে ইংল্যান্ড শিবির। শুক্রবার এসসিজির পিচে হালকা ঘাস দেখা গেলেও শনিবার আবার পর্যবেক্ষণ করবেন অধিনায়ক বেন স্টোকস। রোববার ম্যাচ শুরুর আগে তখনই চূড়ান্ত একাদশ ঠিক করা হবে। সাধারণত টেস্টের ৪৮ ঘণ্টা আগে একাদশ ঘোষণা করেন স্টোকস, তবে এই সফরে উইকেট ও আবহাওয়ার অনিশ্চয়তার কারণে তিনি সতর্ক পথেই হাঁটছেন।
স্পিনার শোয়েব বশিরের একাদশে সুযোগ পাওয়া এবারও অনিশ্চিত। বৃষ্টির পূর্বাভাস এবং উইল জ্যাকসের অলরাউন্ড সক্ষমতা বিবেচনায় ইংল্যান্ড আবারও অতিরিক্ত পেস নির্ভর কম্বিনেশন বেছে নিতে পারে। এসসিজিতে শুক্রবার পটসের প্রশংসা করেন ওপেনার জ্যাক ক্রলি। “ওকে যতবারই খেলি, মুগ্ধ হই,” বলেন ক্রলি। “ভীষণ লড়াকু মানসিকতা আর দারুণ স্কিল আছে। সুযোগ পেলে সে পুরোপুরি প্রাপ্য।”
যদিও অ্যাশেজ আর জেতা সম্ভব নয় ইংল্যান্ডের, তবে সিরিজ ৩–২ ব্যবধানে শেষ করতে পারলে সেটি দলের জন্য বড় মানসিক প্রাপ্তি হবে বলে মনে করেন ক্রলি। “৩–২ আর ৩–১ বা ৪–১–এর মধ্যে ভেতরে ভেতরে অনেক পার্থক্য আছে,” বলেন তিনি। “এটা দেখাবে আমরা কতটা ঐক্যবদ্ধ।”
বিজ্ঞাপন
ইংল্যান্ড স্কোয়াড (পঞ্চম টেস্ট):
বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার) ও জশ টং।

