শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়ায় দুটিসহ ২০২৬ সালে ১০ টেস্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ায় দুটিসহ ২০২৬ সালে ১০ টেস্ট খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট খেলার প্রায় দুই যুগের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ২০২৬ সালে। ক্রিকেট বিশ্বের অন্যতম পরাক্রমশালী দেশটির বিপক্ষে দুটিসহ আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, সাদা পোশাকের ক্রিকেটে এ বছর মোট ১০টি টেস্ট খেলবে টাইগাররা।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ওয়ানডে ক্রিকেটে গুরুত্বপূর্ণ একটি বছর পার করবে বাংলাদেশ। সব মিলিয়ে এ বছর মোট ২০টি ম্যাচ খেলার কথা রয়েছে মেহেদী হাসান মিরাজের দলের।


বিজ্ঞাপন


নিজেদের টেস্ট ইতিহাসে এর আগে আরও দুইবার এক বছরে ১০টি টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০২২ সালে প্রথমবার এক বছরে ১০ টেস্ট খেলেছিল তারা। এরপর ২০২৪ সালে খেলা ১০ টেস্টের মধ্যে তিনটিতে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল।

অস্ট্রেলিয়া ছাড়াও এ বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। আরও দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়েতে। দেশের মাটিতে শান্ত-লিটনরা সাদা পোশাকে খেলবে ৪টি ম্যাচ। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত কেবল একবারই টেস্ট খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। ২০০৩ সালের সেই সফরে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল তারা।

সে সময় জাতীয় দলের জার্সিতে অভিষেকও হয়নি দেশসেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম তিনজন- সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। এর মধ্যে একশ টেস্ট খেলে ফেলেছেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম। আর এখনও আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও জাতীয় দলের হয়ে আর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে সাকিবের।

২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততার শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে, টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়ে। সেখানে ‘সি’ গ্রুপে লিটন দাসের দলের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। বিশ্বকাপ শেষে মার্চে দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে দু’দল।


বিজ্ঞাপন


এপ্রিলে ঘরের মাঠে সাদা বলের সিরিজ আছে নিউ জিল্যান্ডের বিপক্ষে, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর জুনে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

টেস্ট ক্রিকেটে জাতীয় দলের ব্যস্ততা শুরু হবে বছরের দ্বিতীয় অর্ধে। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সেখান থেকে ফেরার পর আয়ারল্যান্ড সফরে যাবে দল। আগস্টে দেশটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে টাইগাররা।

সেই মাসেই বহুল প্রতিক্ষিত অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। টেস্ট ম্যাচ দুটির সূচি এখনও চূড়ান্ত না হলেও খেলা হবে ম্যাকাই ও ডারউইনে। এই সফরটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। কিন্তু টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে ওই মার্চেই ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে বিশেষ একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজটি এগিয়ে আনা হয়েছে। সেজন্যই বাংলাদেশের বিপক্ষে সিরিজটি এগিয়ে আনা হয়েছে।

অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর