বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিসিবির নজরদারিতে নোয়াখালী এক্সপ্রেসের কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

বিসিবির নজরদারিতে নোয়াখালীর কোচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এবার যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। যদিও নিজেদের উদ্বোধনী মৌসুমে এখনো সফলতার দেখা পায়নি দলটি। টুর্নামেন্ট শুরুর আগেই প্রধান কোচের সঙ্গে মনোমালিন্য, এরপর তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা না পাওয়া। এসবের মধ্যেই আবার দলটির সহকারী কোচ নিয়াজ খানকে নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টেগ্রিটি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

ডিসেম্বর ৩১ তারিখে প্রকাশিত ইংরেজি দৈনিক ডেইলি সান-এর এক প্রতিবেদনে নোয়াখালী এক্সপ্রেসের সহকারী কোচ নিয়াজ খানের পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রতিবেদনে বলা হয়, নিয়াজ দাবি করেছিলেন তিনি এশিয়া কাপে আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। তবে বিষয়টি যাচাই করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সেই দাবি সরাসরি অস্বীকার করে।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে ক্রিকবাজকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত এবং তারা এ নিয়ে কাজ করছে। বিষয়টি গোপনীয় হওয়ায় এর বেশি কিছু বলতে পারছি না, তবে নিয়াজের চলাফেরা ও সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে।”

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের আইনি পরামর্শক ও লিগ্যাল টিম প্রধান মাহিন এম রহমানও তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমার প্রধান (অ্যালেক্স মার্শাল) নিশ্চিত করেছেন যে বিষয়টি বর্তমানে একটি লাইভ ইনভেস্টিগেশনের আওতায় রয়েছে।”

মাহিন আরও জানান, নিয়াজ খান আগের মৌসুমে ঢাকা ক্যাপিটালস দলের সঙ্গেও যুক্ত ছিলেন এবং “এখানে আরও কিছু সংযোগ রয়েছে,” যদিও এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান।

এদিকে বিসিবি গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, “ইন্টিগ্রিটির বিষয়ে আমরা কোনো ধরনের আপস করতে রাজি নই। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ ও টুর্নামেন্টের স্বচ্ছতা- এই দুই বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।”


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “এই জিরো টলারেন্স নীতির কারণেই ফ্র্যাঞ্চাইজি পাওয়ার পরও কিছু দল সরে দাঁড়িয়েছে, যা আমাদের জন্য কষ্টকর। তবে আমরা চাই না বিপিএল আবার ফিক্সিংয়ের অভিযোগে প্রশ্নবিদ্ধ হোক।” ইফতেখার জানান, অ্যালেক্স মার্শালের নেতৃত্বে একটি স্বাধীন ইন্টিগ্রিটি কমিটি কাজ করছে এবং কিছু নির্দিষ্ট ব্যক্তিকে দল থেকে দূরে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নিয়াজ খানকে ঘিরে এই তদন্তে বিসিবি কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন দেখার বিষয়। বর্তমানে সিলেটে বিপিএল সংশ্লিষ্ট মহলে এই ইস্যু নিয়েই আলোচনা চলছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর