বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পুরো দুনিয়া মেতে উঠবে ২০২৬ সালের জুন-জুলাইয়ে। কিন্তু সেই উন্মাদনার মাঝেও বাংলাদেশের ফুটবলাররা ব্যস্ত থাকবেন নিজেদের লড়াইয়ে। বিশেষ করে নারী ফুটবল দলের জন্য এ বছরটা হতে চলেছে ঐতিহাসিক। ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুন, মারিয়া মান্ডারা প্রথমবারের মতো মহাদেশীয় বড় মঞ্চে নামবেন, স্বপ্ন দেখবেন বিশ্বকাপের। অন্যদিকে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা পুরুষ দলকে নিয়ে লড়বেন এশিয়ান কাপ বাছাইয়ে, যদিও ম্যাচ সংখ্যা কম।
নারী ফুটবল
২০২৬ সাল বাংলাদেশ নারী ফুটবলের জন্য স্বপ্নের মতো। বছরের শুরুতেই থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ (জানুয়ারি ১৩-২৬)। পুরুষ ও নারী উভয় দলই অংশ নেবে এই টুর্নামেন্টে। দীর্ঘ ৭ বছর পর নারী দলের ফিরে আসা এখানে।
এরপর সবচেয়ে বড় সাফল্যের মঞ্চ অস্ট্রেলিয়ায় এএফসি নারী এশিয়ান কাপ (১ মার্চ থেকে)। প্রথমবার এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ চীন, উজবেকিস্তানসহ শক্তিশালী দল। ভালো করলে (পঞ্চম-ষষ্ঠ স্থান) সরাসরি মিলবে ২০২৭ ব্রাজিল নারী বিশ্বকাপের টিকিট। কোয়ার্টার ফাইনালে উঠলে সুযোগ আছে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের যোগ্যতা অর্জনের পথে।
এপ্রিলে থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। এখানেও প্রথমবারের অংশগ্রহণ। শীর্ষ চারে থাকলে মিলবে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সুযোগ। সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় এশিয়ান গেমস। নারী ফুটবলে সিনিয়র দলই খেলবে। ঋতুপর্ণা-আফিয়াদের জন্য এটা নিজেদের প্রমাণের বড় মঞ্চ।
এছাড়া সাফ নারী চ্যাম্পিয়নশিপও হবে এ বছর। টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক হওয়ার দাবি জানিয়েছে, তবে তারিখ-ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
বিজ্ঞাপন
পুরুষ ফুটবল
পুরুষ দলের সূচি তুলনামূলক কম। চলমান এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের শেষ ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে (অ্যাওয়ে)। হোম ম্যাচে দারুণ খেলেও হারের পর এবার জয়ের লক্ষ্য। তার আগে একটি প্রীতি ম্যাচ খেলার চেষ্টা চলছে।
এরপর জুনে ফিফা উইন্ডো আছে, কিন্তু বিশ্বকাপের কারণে অনেক দল খেলতে চাইবে না। সাফ পুরুষ চ্যাম্পিয়নশিপও ২০২৬-এ পিছিয়েছে, সম্ভবত সেপ্টেম্বর-অক্টোবরে। এশিয়ান গেমসে পুরুষ দল অনূর্ধ্ব-২৩ পর্যায়ের, তিনজন সিনিয়র খেলোয়াড় নেওয়া যাবে। বয়সভিত্তিক দলগুলোরও সাফ ও এএফসি টুর্নামেন্ট আছে।
ঘরোয়া ফুটবলের উন্মাদনা
আন্তর্জাতিক সূচির পাশাপাশি ঘরোয়া লিগে চলবে উত্তেজনা। এক যুগ পর ফিরছে কোটি টাকার সুপার কাপ, শুরুতেই আয়োজনের পরিকল্পনা। অন্যান্য টুর্নামেন্টও থাকবে। ২০২৬-এ বিশ্বকাপের জোয়ারে অন্য খেলা আড়ালে থাকলেও বাংলাদেশ ফুটবল নিজের আলোয় উজ্জ্বল হবে। নারী দলের ঐতিহাসিক যাত্রা, পুরুষ দলের লড়াই, সব মিলিয়ে লাল-সবুজের সমর্থকদের জন্য উত্তেজনার বছর!

