আসছে নতুন বছর। নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টী বিশ্বকাপ। আইসিসির মেগা তূর্নামেন্টের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে কোন চার দল খেলবে সেমিফাইনালে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এরই মাঝে সেমিতে খেলা চার দল নিয়ে নিজের মতামত জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারে এমন সম্ভাব্য দলগুলোর নাম জানিয়েছেন। তবে তাঁর তালিকায় জায়গা পায়নি দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে হারভজনের সেমিফাইনাল ভাবনায় রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
বিজ্ঞাপন
ভারতের প্রসঙ্গে হারভজন বলেন, ঘরের মাঠে খেলার সুবিধা তাদের বড় শক্তি। “ভারতের বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে। দলটি খুব শক্তিশালী এবং তারা ঘরের মাঠে খেলছে। কন্ডিশন তারা সবার চেয়ে ভালো জানে,” বলেন হারভজন। তবে তিনি যোগ করেন, প্রত্যাশার চাপ সামলানোই হবে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
হারভজনের তালিকায় জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ২০১২ ও ২০১৬ সালে শিরোপা জিতলেও, এবারের আসরে হারভজন তাদের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে দেখছেন না।
অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে। তারা ২০২১ সালে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ২০২৪ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি।
উল্লেখ্য, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ২০২৫ সালে দুর্দান্ত টি-টোয়েন্টি মৌসুম কাটিয়েছে, ১৯ ম্যাচের মধ্যে জিতেছে ১৬টিতে। ২০২৪ আসরে রোহিত শর্মার নেতৃত্বে শিরোপা জয়ের পর এবার তারা নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে।

