সৌদি প্রো লিগে শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ এক ম্যাচে আল ইত্তিফাকের বিপক্ষে মাঠে নামে লিগের শীর্ষে থাকা আল নাসের। ম্যাচজুড়ে নাটকীয়তা থাকলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে ব্যর্থ হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে দুই দল।
ম্যাচের প্রথমার্ধে বেশ চাপের মুখে পড়ে আল নাসের। আক্রমণে ধারাবাহিকতা থাকলেও গোলের দেখা পায়নি তারা। উল্টো প্রথমার্ধের মাঝামাঝিতে এগিয়ে যায় আল ইত্তিফাক, ফলে বিরতিতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই ড্রেসিংরুমে ফেরে আল নাসের।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধ শুরু হতেই দৃশ্যপট বদলে যায়। ৫২তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে সমতা ফেরান জোয়াও ফেলিক্স। এই গোলের পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আল নাসের এবং একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
৬৭তম মিনিটে আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। আল নাসেরের টানা আক্রমণের মধ্যে ফেলিক্সের জোরালো শট ক্রিশ্চিয়ানো রোনালদোর শরীরে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। হঠাৎ দিক বদলে যাওয়ায় একেবারেই বিভ্রান্ত হয়ে পড়েন আল ইত্তিফাকের গোলরক্ষক। কিছুটা ভাগ্যের সহায়তায় পাওয়া এই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।
এই গোলের মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে গোলসংখ্যা বাড়িয়ে নেন ৯৫৭-এ। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে তার এখন প্রয়োজন মাত্র আর ৪৩টি গোল। একই সঙ্গে চলতি মৌসুমে ১৩ গোল নিয়ে সৌদি প্রো লিগের গোল্ডেন বুট তালিকার শীর্ষেও নিজের অবস্থান আরও মজবুত করেন পর্তুগিজ সুপারস্টার।
তবে এগিয়ে যাওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ধরে রাখতে পারেনি আল নাসের। ম্যাচের ৮০তম মিনিটে জর্জিনিও উইজনালডামের গোলে সমতা ফেরায় আল ইত্তিফাক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
বিজ্ঞাপন
এই ড্রয়ের ফলে শিরোপা দৌড়ে বড় সুযোগ হাতছাড়া করেছে জর্জে জেসুসের শিষ্যরা। জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা আল তাওউনের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৫-এ বাড়ানোর সুযোগ ছিল তাদের। বর্তমানে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসর, আর ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল তাওউন।
এদিকে তৃতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ ২৬ পয়েন্ট, তবে তাদের হাতে রয়েছে একটি ম্যাচ বেশি। আগামীকালের সেই ম্যাচে জয় পেলে আল নাসরের সঙ্গে ব্যবধান কমে আসবে মাত্র ২ পয়েন্টে।
আগামী শুক্রবার, ২ জানুয়ারি, আরও এক কঠিন পরীক্ষায় নামবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দল। সেদিন সৌদি প্রো লিগে শক্তিশালী আল আহলির বিপক্ষে মুখোমুখি হবে আল নাসর।

