মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার কোচ হলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার কোচ হলেন মালিঙ্গা

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সাবেক গতিতারকা লাসিথ মালিঙ্গাকে স্বল্পমেয়াদি পরামর্শক পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এক মাসের জন্য এই দায়িত্ব পালন করবেন মালিঙ্গা। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ জানুয়ারি।


বিজ্ঞাপন


এসএলসির বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের ফাস্ট বোলারদের উন্নয়ন ও প্রস্তুতিতে সহায়তা করবেন মালিঙ্গা। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ডেথ ওভারে বোলিংয়ের ক্ষেত্রে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বোর্ড।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মালিঙ্গা টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বোলার হিসেবে পরিচিত। শ্রীলঙ্কার হয়ে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ১০৭ উইকেট, সেরা বোলিং ৫/৬। আইপিএলেও তিনি কিংবদন্তি- মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১২২ ম্যাচে নিয়েছেন ১৭০ উইকেট এবং বর্তমানে দলটির বোলিং কোচ হিসেবে কাজ করছেন।

আসন্ন বিশ্বকাপে শ্রীলঙ্কা ‘বি’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমানের সঙ্গে। সনথ জয়সুরিয়ার কোচিংয়ে তাদের অভিযান শুরু হবে ৮ ফেব্রুয়ারি, কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তানের সঙ্গে, শুরু ৭ জানুয়ারি। গত বিশ্বকাপে সুপার এইটে উঠতে না পারা লঙ্কানরা এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই প্রস্তুতি জোরদার করছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর