পুদুচেরির অধিনায়ক ও অলরাউন্ডার আমান খান জায়গা করে নিয়েছেন রেকর্ডবুকে। তবে এ রেকর্ড একেবারেই অনাকাঙ্ক্ষিত। ঝাড়খণ্ডের বিপক্ষে বিজয় হাজারে ট্রফির ম্যাচে নিজের ১০ ওভারে তিনি খরচ করেছেন ১২৩ রান, যা পুরুষদের লিস্ট–এ ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে ব্যয়বহুল বোলিং স্পেল হিসেবে নতুন রেকর্ড।
আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে কুমার কুশাগ্রার সেঞ্চুরি ও অনুকুল রায়ের ৯৮ রানের ওপর ভর করে ঝাড়খণ্ড তোলে ৭ উইকেটে ৩৬৮ রান। পুদুচেরির বোলারদের মধ্যে আমান খান ছিলেন মাত্র তিনজনের একজন, যিনি পুরো ১০ ওভার বোলিং করেন। তবে তার ইকোনমি রেট দাঁড়ায় ১২.৩। জবাবে পুদুচেরি অলআউট হয়ে যায় ৪১.৪ ওভারে ২৩৫ রানে।
বিজ্ঞাপন
এর আগে পুরুষদের লিস্ট–এ ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড ছিল অরুণাচল প্রদেশের পেসার মিবোম মোসোর। চলতি মাসের শুরুতে বিহারের বিপক্ষে তিনি ৯ ওভারে খরচ করেছিলেন ১১৬ রান। সেটিও বিজয় হাজারে ট্রফিতেই। ওই ম্যাচটি আলোচনায় এসেছিল আরেকটি কারণে, যেখানে বিহারের বৈভব সূর্যবংশী মাত্র ১৪ বছর বয়সে লিস্ট–এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন।
আমান খানের লিস্ট–এ অভিষেক হয়েছিল ২০২১ সালে মুম্বাইয়ের হয়ে। পরে তিনি পুদুচেরিতে যোগ দেন। আইপিএলে ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেকের পর ২০২৩ সালে খেলেন দিল্লি ক্যাপিটালসে। সর্বশেষ আইপিএল ২০২৬ নিলামে চেন্নাই সুপার কিংস তাকে দলে নেয় ৪০ লাখ রুপিতে।

