মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গম্ভীরকে সরিয়ে দেওয়ার বিষয়ে যা জানাল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

গম্ভীরকে সরিয়ে দেওয়ার বিষয়ে যা জানাল বিসিসিআই

গৌতম গম্ভীরের অধীনে লাল বলের ক্রিকেটে ধুঁকছে ভারত। ঘরের মাঠে একাধিক সিরিজ হারের ঘটনাও ঘটেছে। এ কারণে টেস্ট ক্রিকেটে প্রধান কোচের দায়িত্বে তাঁর থাকা নিয়েও অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা থেকেই গুঞ্জণ ছড়ায় তাঁকে সরিয়ে দেওয়ার। তবে গম্ভীরকে সরানোর কোনো পরিকল্পনা নেই, মিডিয়ায় ছড়ানো গুজব স্পষ্টভাবে নাকচ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, টেস্ট দলের প্রধান কোচ হিসেবে গম্ভীরের জায়গায় নতুন কাউকে আনার বিষয়টি একেবারেই ভিত্তিহীন।

সম্প্রতি কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ০–২ ব্যবধানে হোয়াইটওয়াশের পর গম্ভীরের বদলে ভিভিএস লক্ষ্মণকে টেস্ট কোচ করার কথা ভাবছে বিসিসিআই। এর আগে নিউজিল্যান্ডের কাছে ০–৩ ব্যবধানে হারের ধাক্কায় ভারতের ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হয়েছিল।


বিজ্ঞাপন


এ বিষয়ে রাজীব শুক্লা এএনআইকে বলেন, “মিডিয়ায় যে গুজব ছড়াচ্ছে, তা পরিষ্কারভাবে অস্বীকার করছি। বিসিসিআইয়ের কোনো পরিকল্পনাই নেই গম্ভীরকে সরানোর বা নতুন টেস্ট কোচ নিয়োগের।” বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও একই সুরে বলেন, এসব খবর “ভিত্তিহীন ও সম্পূর্ণ কল্পনাপ্রসূত।”

এদিকে ভারতের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টেস্ট নয়, বরং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোহিত শর্মার নেতৃত্বে আগের আসরের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টুর্নামেন্ট। সূর্যকুমার যাদবের নেতৃত্বে নতুন সাজের ভারত প্রথম ম্যাচে মুম্বাইয়ে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে আছে পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

রোহিত ও বিরাট কোহলিকে ছাড়াই ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর