বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের ঠিক পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ইন্তেকালে সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা ছাড়াও প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক জানাচ্ছেন।
বিজ্ঞাপন
খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গণেও। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল করেছে বিসিবি। ফেডারেশন কাপের খেলা স্থগিত করেছে বাফুফেও। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি আপসহীন এই নেত্রীর প্রয়াণে শোক জানাচ্ছেন ক্রীড়াঙ্গণের তারকারা।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তামিম লিখেন, তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। ফেসবুকে সাকিব লিখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।’

বিজ্ঞাপন
খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করে সাকিব বলেন, ‘তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

