মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে চমক: বাবর–শাহিনকে ছাড়াই খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে চমক: বাবর–শাহিনকে ছাড়াই খেলবে পাকিস্তান

২০২৬ আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপের ঠিক এক মাস আগে বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দলে রাখা হয়নি তারকা ব্যাটার বাবর আজম ও পেসার শাহিন শাহ আফ্রিদিকে। একই সঙ্গে দলে নেই মোহাম্মদ রিজওয়ান ও হারিস রউফও।

পিসিবির ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে সালমান আলি আগাকে, যা স্পষ্ট করে দিচ্ছে বিশ্বকাপের আগে দল নিয়ে নতুন করে ভাবতে চায় বোর্ড। শ্রীলঙ্কা সফরের (৭–১১ জানুয়ারি) সময় বাবর, শাহিন, রিজওয়ান ও রউফ অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলছেন। ফ্র্যাঞ্চাইজি লিগের চুক্তিকে সম্মান জানিয়ে তাদের আগেভাগে ফেরানোর সিদ্ধান্ত নেয়নি পিসিবি।


বিজ্ঞাপন


দলে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান। কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন শেষ করে তিনি আবার জাতীয় দলে সুযোগ পেলেন। সবশেষ তিনি টি–টোয়েন্টি খেলেছিলেন গত জুনে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার খাজা নাফি যা নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়ার ইঙ্গিতই দিচ্ছে।

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সিরিজকে আদর্শ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হচ্ছিল। তবে তারকা ক্রিকেটারদের ছাড়া মাঠে নামায় প্রস্তুতির ধরন নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। কেউ কেউ একে ‘সাহসী বাজি’ বলছেন, আবার অনেকে মনে করছেন এতে করে তরুণদের যাচাই করার সুযোগ মিলবে।

দাম্বুলায় তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষে পুরো মনোযোগ যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সেই আসরে গ্রুপ ‘বি’-তে পাকিস্তানের সঙ্গী ভারত, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস- চ্যালেঞ্জ যে কম নয়, সেটি আগেই স্পষ্ট।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর