সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মুস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

‘মুস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

আইপিএলে একাধিক মৌসুম খেলেছেন মুস্তাফিজুর রহমান। পারফরম্যান্সও ছিল ভালো। তবুও এতদিন কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে ৩ কোটি রুপির বেশি দামে কেনেনি। কিন্তু এবার চিত্রটা বদলে গেছে। আগামী আইপিএল আসরের জন্য মুস্তাফিজ বিক্রি হয়েছেন ৯ কোটি ২০ লাখ রুপিতে। তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

বাংলাদেশের আরেক তারকা পেসার তাসকিন আহমেদ মনে করেন, মুস্তাফিজের দাম আরও বেশি হলেও অবাক হওয়ার কিছু ছিল না। তার মতে, ৯ কোটির বদলে ১৮ কোটি রুপিও হলে সেটি হতো মুস্তাফিজের প্রাপ্য।


বিজ্ঞাপন


সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টিতে নিয়মিত ভালো পারফর্ম করছেন মুস্তাফিজ। তাই আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা আগে থেকেই ছিল। তবে পুরো মৌসুমের জন্য তিনি এনওসি (অনাপত্তিপত্র) পাবেন কি না, সেটা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। এসব সংশয় উপেক্ষা করেই তাকে দলে নিতে আগ্রহ দেখায় তিনটি ফ্র্যাঞ্চাইজি।

পেসারদের দ্বিতীয় সেটে থাকা মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। শুরুতে তাকে নিতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। পরে দিল্লি নিলাম থেকে সরে যায় এবং চেন্নাইয়ের সঙ্গে লড়াইয়ে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্স। দুই দলের প্রতিযোগিতায় দ্রুত বাড়তে থাকে দাম। শেষ পর্যন্ত চেন্নাইকে পেছনে ফেলে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা।

এবার হবে মুস্তাফিজের ষষ্ঠ আইপিএল দল। এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আইপিএলে ৮ মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৮.১৩ ইকোনমি রেটে নিয়েছেন ৬৫ উইকেট। ২০১৬ সালে অভিষেক আসরেই হায়দরাবাদের হয়ে নিয়েছিলেন ক্যারিয়ারসেরা ১৭ উইকেট।

বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে আগামী মার্চে আইপিএল খেলতে ভারতে যাবেন মুস্তাফিজ। এ নিয়ে তাসকিন আহমেদ বলেন, “ফিজ মাশাআল্লাহ বিশ্ব ক্রিকেটে পরীক্ষিত খেলোয়াড়। ৯ কোটির জায়গায় ১৮ কোটি হলেও অবাক হওয়ার কিছু ছিল না। ও আইপিএল ও আইএল টি-টোয়েন্টিতে প্রমাণ করেছে, কতটা ভালো খেলোয়াড়। আমি মনে করি ও আরও বেশি ডিজার্ভ করে। ইনশাআল্লাহ এভাবে চললে বাংলাদেশের সব খেলোয়াড়দের কদর বাড়বে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর