সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘বিপিএল গুনার সময় আমার নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

‘বিপিএল গুনার সময় আমার নেই’

বিপিএলের দল সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীকে ঘিরে এখন সরগরম সিলেট। শহরের অলিগলি ভরে গেছে সিলেট টাইটান্স ও ফাহিমের পোস্টার-ব্যানারে। শুধু বাইরে নয়, এবার মাঠেও দেখা গেল তাকে। ২৯ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। 

ম্যাচ চলাকালীন সময়েই মাঠে উপস্থিত হন ফাহিম আল চৌধুরী। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। বিপিএলের সঙ্গে যুক্ত থাকলেও ফাহিম জানান, এই টুর্নামেন্টকে তিনি খুব বেশি গুরুত্ব দেন না। তার মূল লক্ষ্য আইপিএল। 


বিজ্ঞাপন


তিনি বলেন, “যদি কোনোভাবে সিলেট টাইটান্স সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, সেটাই অনেক। সত্যি বলতে বিপিএল নিয়ে ভাবার সময় আমার নেই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি। পাকিস্তান বা ভারত যেখান থেকেই হোক, ভালো খেলোয়াড় আনব। সামিকে আমি ব্ল্যাংক চেকও দিতে পারি। বিপিএলে কোনো দলকেই খুব শক্তিশালী মনে হয় না। আমার মাথায় সবসময় আইপিএলই ঘোরে।”

সিলেট টাইটান্স নিয়ে নিজের আবেগের কথাও জানান ফাহিম। তিনি বলেন, “সিলেট আমার বাবা-মায়ের জন্মভূমি। সিলেট টাইটান্স আমাদের গর্ব। এখানে ছোট একটা দায়িত্ব পেয়েও আমি খুব গর্বিত।”

দলের কর্ণধার ক্রিকেট উইথ সামির সামিকে নিয়ে ফাহিম বলেন, “সামিকে আমি অনেক আগে থেকেই চিনি। সে আমার ছোট ভাইয়ের মতো। ক্রিকেটের প্রতি আমার আগ্রহ বাড়ানোর পেছনে সিলেট টাইটান্সের চেয়ারম্যানের বড় অবদান আছে।”

এবারের বিপিএলে এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স, যার মধ্যে ১টিতে জয় পেয়েছে দলটি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর