পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতার আবারও প্রকাশ্যে জানালেন বাংলাদেশের প্রতি তার অনুরাগ। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার ফের একবার মন খুলে বললেন, জন্মভূমি পাকিস্তানের পরই বাংলাদেশকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন।
নিজের ইউটিউব চ্যানেলে ‘বাংলাদেশ আফটার ১২ ইয়ারস (Bangladesh After 12 Years)’ নামের এক আবেগময় ভিডিওতে শোয়েব বলেন, ‘বাংলাদেশে যাচ্ছি। পাকিস্তানের পর বাংলাদেশকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বাংলাদেশিরা আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। বাঙালিদের দেখলে গর্বে বুক ভরে যায়। সে বাংলাদেশি হোক বা ভারতীয় বাঙালি!’
বিজ্ঞাপন
আরও আবেগে গদগদ হয়ে তিনি যোগ করেন, ‘যারা সবচেয়ে বুদ্ধিমান, তারাই আসলে সবচেয়ে বড় এবং সাহসী। অনেকে এটা বোঝে না, কিন্তু আমি বুঝি। কারণ বাংলাদেশিদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তোমরা সবচেয়ে বুদ্ধিমান জাতি, আমি তোমাদের জন্য শুভকামনা জানাই!’
এবারের বিপিএল-এ প্রথমবারের মতো মেন্টর হিসেবে ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব নিয়েছেন শোয়েব। কিছুদিন আগে ফ্র্যাঞ্চাইজির প্রমোশনাল কাজে ঢাকায় এসে ফিরে গিয়েছিলেন, কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই আবার ফিরে এসেছেন। এবার মাঠে নামার জন্য প্রস্তুত।
তার মূল লক্ষ্য; ঢাকার পেসারদের মানসিকতা বদলে দেওয়া, আত্মবিশ্বাস জাগানো এবং ম্যাচ জেতার গোপন কৌশল শেখানো। আর তার চোখের মণি বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। শোয়েব আগেও বলেছেন, তাসকিন তার সবচেয়ে প্রিয়। এবার ঢাকার স্কোয়াডে তাসকিন থাকায় সরাসরি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের’ কাছ থেকে শিখতে পারবেন টাইগার এই পেসার।
তাসকিন ছাড়াও ঢাকার পেস আক্রমণে আছেন জিয়া উর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দীন, দাসুন শানাকা, মারুফ মৃধা। সবাইকে নিয়ে শোয়েবের স্বপ্ন একটা অপ্রতিরোধ্য পেস ইউনিট গড়ে তোলা।

