সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

ভারতের ‘নো হ্যান্ডশেক’ জবাবে কী করবে পাকিস্তান, জানাল বোর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

ভারতের ‘নো হ্যান্ডশেক’ জবাবে কী করবে পাকিস্তান, জানাল বোর্ড

ভারত ও পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট দলের 'হাত না মেলানোর নীতি' নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান মোহসিন নাকভি। 

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত যদি এই নীতি চালু রাখে, তাহলে পাকিস্তানি ক্রিকেটাররাও আর হাত মেলাবে না।


বিজ্ঞাপন


গত সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২৫-এ ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হয়। প্রতিবারই ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়। বিষয়টি তখন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়, যখন এর কয়েক মাস আগেই দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘর্ষ হয়েছিল। মে মাসে হওয়া ওই সংঘাতে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। 

এদিকে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পরিস্থিতি বদলাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচকে সামনে রেখে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

রোববার এক সংবাদ সম্মেলনে মোহসিন নাকভি বলেন, “ওরা যদি হাত মেলাতে না চায়, তাহলে আমাদেরও কোনো আগ্রহ নেই। ক্রিকেটে সবকিছু হবে সমান ভিত্তিতে।”


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “এমনটা হবে না যে তারা যা খুশি করবে আর আমরা অনুনয় করব। এটা কখনোই হবে না।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর