সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফিরে দেখা

যেমন ছিল বিশ্ব ফুটবলের ২০২৫

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

যেমন ছিল বিশ্ব ফুটবলের ২০২৫

বিদায় নিচ্ছে ২০২৫ সাল। ফুটবলপ্রেমীদের জন্য এ বছরটা ছিল স্বপ্নের মতো, উয়েফার বিভিন্ন টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন, রেকর্ড ভাঙা মুহূর্ত আর অবিশ্বাস্য নাটকীয়তায় ভরপুর ছিল মাঠ। চলুন ফিরে দেখি এ বছরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো। 

পর্তুগালের আন্তর্জাতিক জয়জয়কার

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগাল ছিল সবার চোখের মণি। স্পেনকে হারিয়ে তারা দ্বিতীয়বার উয়েফা নেশনস লিগের শিরোপা জিতে নেয়। ফাইনালে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করে ট্রফি তুলে ধরেন বয়স ৪০ পেরিয়ে গেলেও তার জাদু অটুট। এছাড়া যুব পর্যায়েও পর্তুগালের দাপট অনূর্ধ্ব-১৭ ইউরো আর অনূর্ধ্ব-১৯ ফুটসাল ইউরোতে চ্যাম্পিয়ন হয় তারা।

m3d6i74put9kiafeqiym

পিএসজির স্বপ্নপূরণ, টটেনহ্যাম-চেলসির ইতিহাস

ক্লাব ফুটবলে ২০২৫ মানে প্রতীক্ষার অবসান। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপের রাজা হয়। ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা, চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধান। এরপর সুপার কাপও জিতে নেয় ফরাসি জায়ান্টরা। দুর্দান্ত ফর্মের সুবাদে ওসমান দেম্বেলে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন, ফুটবল বিশ্বে নতুন তারকার উত্থান।


বিজ্ঞাপন


rss-efe119df232035c6210d69285c3ca19ff5cc20923e0w

এদিকে, ইউরোপা লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ৪১ বছরের খরা কাটায় টটেনহ্যাম হটস্পার। কনফারেন্স লিগে চেলসি জিতে ইতিহাস গড়ে, প্রথম ক্লাব হিসেবে উয়েফার সব পুরুষ ক্লাব শিরোপা (চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ) জেতে তারা। নাটকীয় ফিরে আসা!

নারী ফুটবলে রেকর্ড আর উচ্চতা

নারী ফুটবল এ বছর নতুন উচ্চতায় পৌঁছেছে। সুইজারল্যান্ডে উয়েফা উইমেনস ইউরো হয় রেকর্ড ভাঙা আসর। মাঠে আসেন ৬ লাখ ৫৭ হাজারের বেশি দর্শক, ২৯টি ম্যাচই হাউসফুল! বিশ্বজুড়ে ৫০ কোটির বেশি মানুষ টিভি-ডিজিটালে দেখেন। গোলের বন্যা আর নাটক, সাত নকআউট ম্যাচের পাঁচটিই অতিরিক্ত সময়ে।

2560-group-pitchside ফাইনালে ইংল্যান্ড পিছিয়ে পড়েও টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখে। কোচ সারিনা উইগম্যান টানা তিনবার উইমেনস ইউরো জেতা প্রথম কোচ হন। স্পেন হারলেও পরে উইমেনস নেশনস লিগ জিতে সান্ত্বনা পায়।

নারী চ্যাম্পিয়নস লিগে চমক- লিসবনে বার্সেলোনাকে হারিয়ে আর্সেনাল শিরোপা জিতে। এটি তাদের দ্বিতীয় ইউরোপীয় ট্রফি, আর বার্সার টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যায়।

যুব ফুটবলে নতুন রেকর্ড

যুব পর্যায়েও উত্তেজনা কম নয়। বার্সেলোনা রেকর্ড তৃতীয়বার ইয়ুথ লিগ জিতে। তুর্কি ক্লাব ত্রাবজোনস্পোর প্রথমবার ফাইনালে উঠে চমক দেয়, আর মাল্টার হামরুন স্পার্টানস প্রথমবার গ্রুপ পর্বে জায়গা করে নেয়।

২০২৫ সত্যি ফুটবলের সোনালি বছর! নতুন চ্যাম্পিয়ন, রেকর্ড আর অবিস্মরণীয় মুহূর্ত, এসব মিলিয়ে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে। নতুন বছরে আরও রোমাঞ্চ অপেক্ষা করছে! 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর