সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশের পথে হাঁটল পাকিস্তানও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

বাংলাদেশের পথে হাঁটল পাকিস্তানও

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যেমন চট্টগ্রাম রয়্যালসকে শেষ মুহূর্তে বিসিবির তত্ত্বাবধানে নিতে হয়েছে, ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। জনপ্রিয় দল মুলতান সুলতানস এখন থেকে পরিচালনা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০২১ সালের পিএসএল চ্যাম্পিয়ন মুলতান সুলতানস লিগের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি। ২০১৮ সালে সবচেয়ে বেশি দামে দলটি কিনেছিলেন ব্যবসায়ী আলি খান তারিন। তবে পিসিবির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় এবার দলটির দায়িত্ব বোর্ড নিজেই নিয়েছে।


বিজ্ঞাপন


গত এক বছরে আলি খান তারিন পিএসএলের পরিচালনা, স্বচ্ছতা ও যোগাযোগ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন। এতে পিসিবি অসন্তুষ্ট হয়। একপর্যায়ে তাকে আইনি নোটিশ দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। সেই নোটিশ ছিঁড়ে ফেলার ভিডিও প্রকাশের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পিসিবির দাবি, ১০ বছরের চুক্তির কয়েকটি শর্ত ভঙ্গ করেছেন মুলতানের মালিক। সতর্কবার্তা উপেক্ষা করায় শেষ পর্যন্ত চুক্তি বাতিল করে বোর্ড।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, “এ বছর পিসিবি নিজেই মুলতান সুলতানস পরিচালনা করবে। আগামী পিএসএল শেষ হলে নিলামের মাধ্যমে নতুন মালিকের কাছে দলটি হস্তান্তর করা হবে।”

তিনি আরও জানান, আগামী ৮–১০ দিনের মধ্যে একজন ‘অ্যাক্টিং হেড’ নিয়োগ দেওয়া হবে, যিনি সম্ভব হলে একজন সাবেক বা পেশাদার ক্রিকেটার হবেন। মূল লক্ষ্য থাকবে দলের কাজকর্ম স্বাভাবিক রাখা।


বিজ্ঞাপন


নাকভি জানান, এখনই দলটি বিক্রি করা সম্ভব নয়। কারণ পাকিস্তানের সরকারি নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক বিজ্ঞাপন, দরপত্র এবং নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। এই প্রক্রিয়া শেষ হতে প্রায় দুই মাস লাগে।

তবে নতুন দুটি পিএসএল দলের জন্য নিলাম প্রক্রিয়া আগেই শুরু হয়ে গেছে। তাই সেই নিলামের সঙ্গে মুলতান সুলতানসকে যুক্ত করা যায়নি। প্রক্রিয়া শেষ হলেই দলটি বিক্রি করা হবে।

গুঞ্জন রয়েছে, আলি খান তারিন নতুন দল কিনে আবার পিএসএলে ফিরতে পারেন। এ বিষয়ে নাকভি বলেন, “মুলতান সুলতানসের জন্য আলি অনেক কাজ করেছেন। নিয়ম অনুযায়ী তিনি চাইলে নতুন দল কিনতে পারবেন, আমরা তাকে স্বাগত জানাব।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর