রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মুস্তাফিজ খুবই আন্ডাররেটেড’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

‘মুস্তাফিজ খুবই আন্ডাররেটেড’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি এখন নিয়মিতভাবেই বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ও আইএল টি-টোয়েন্টি সব জায়গাতেই নিজের বোলিংয়ের জাদু দেখাচ্ছেন এই বাঁহাতি পেসার।

সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার সময়ই বড় সুখবর পান ফিজ। ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।


বিজ্ঞাপন


ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি মনে করেন, এই দাম মুস্তাফিজের প্রাপ্য। ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে মঈন বলেন, ‘আমি খুব খুশি। এটা তার প্রাপ্য। সে অনেক ভালো বোলার, কিন্তু সব সময় তাকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না।’ আদিল রশিদও মঈনের সঙ্গে একমত। তার মতে, ‘আন্তর্জাতিক ক্রিকেটেও মুস্তাফিজ দারুণ পারফর্মার। তবুও সে খুব আন্ডাররেটেড।’

আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন, ইকোনমি ছিল ৮.০৮। একটি ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। আইপিএলে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত মোস্তাফিজ খেলেছেন ৬০ ম্যাচ। নিয়েছেন ৬৫ উইকেট, ইকোনমি ৮.১৩। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। কলকাতা নাইট রাইডার্স তার আইপিএল ক্যারিয়ারের ষষ্ঠ দল।

২০২৪ সালে চেন্নাই সুপার কিংসে মঈন আলি ও মুস্তাফিজ সতীর্থ ছিলেন। সে সময়ের কথা মনে করে মঈন বলেন, ‘সে ভালো শুরু করেছিল, কিন্তু কয়েকটা ম্যাচ খারাপ যাওয়ায় বেশি সুযোগ পায়নি। অথচ তার স্লোয়ারগুলো অসাধারণ।’

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজ খেলেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের সঙ্গেও। সাকিব খেলছেন এমআই এমিরেটসের হয়ে, তাসকিন ছিলেন শারজা ওয়ারিয়র্সে। বাংলাদেশি ক্রিকেটারদের একসঙ্গে দেখে আমিরাতের মাঠে যেন বাংলাদেশের আবহ তৈরি হয়েছিল। বিপিএল খেলতে সিলেটে এসে মুস্তাফিজ বলেন, ‘বিদেশের লিগে একসঙ্গে বাংলাদেশি ক্রিকেটাররা খেললে ভালোই লাগে। শুধু দুই-তিনজন না, আরও বেশি খেলোয়াড় থাকলে ভালো।’


বিজ্ঞাপন


এবারের বিপিএলে মুস্তাফিজ খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। আগামীকাল চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে তার বিপিএল যাত্রা শুরু হবে। তাসকিন খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে, আর সাকিব এখনো আইএল টি-টোয়েন্টিতে খেলছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর