ক্রিকেট ম্যাচে বাউন্ডারিতে বল গেলে দর্শকদের মধ্যে ক্যাচ ধরার হইচই নতুন কিছু নয়। অনেক সময় জায়ান্ট স্ক্রিনে ক্যাচ ধরা দর্শকের মুখও দেখানো হয়। কিন্তু যদি সেই ক্যাচ ধরার জন্য ১ কোটি টাকা পাওয়া যায়, তা হলে উত্তেজনা যে কোথায় পৌঁছবে, তা বলাই বাহুল্য।
ঠিক তেমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে। এ বার প্রতিযোগিতার আয়োজকেরা ঘোষণা করেছিলেন গ্যালারিতে বসে কোনও দর্শক যদি এক হাতে নিখুঁত ক্যাচ ধরতে পারেন, তবে তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ২ মিলিয়ন র্যান্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮ লাখ টাকার সমান।।
বিজ্ঞাপন
এই ঘটনাটি ঘটে এমআই কেপটাউন বনাম ডারবান সুপার জায়ান্টস ম্যাচে। এমআই কেপটাউন হল আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি দল, আর ডারবান সুপার জায়ান্টস লখনউ সুপার জায়ান্টসের মালিকানাধীন।
মুম্বইয়ের ইনিংসের ১৩তম ওভারে কেওয়ানা মাফাকার বল রায়ান রিকেলটন একটি বিশাল ছক্কা মারেন। বল গিয়ে পড়ে গ্যালারিতে। সেখানে বসে থাকা এক যুবক বাঁ হাতে দুর্দান্ত ক্যাচ ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে গোটা গ্যালারি উল্লাসে ফেটে পড়ে। জায়ান্ট স্ক্রিনে বারবার সেই ক্যাচের ভিডিও দেখানো হয়। ধারাভাষ্যকারেরাও জানান, ওই দর্শক এক হাতে ক্যাচ ধরায় ১ কোটি টাকা জিতেছেন।
ম্যাচের কথায় ফিরলে, প্রথমে ব্যাট করে ডারবান সুপার জায়ান্টস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২৩২ রান, যা এই লিগের ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে সর্বোচ্চ রান ছিল সানরাইজার্স ইস্টার্ন কেপের ২০৪।
ডারবানের দুই ওপেনার ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন ৮.৩ ওভারে ৯৬ রানের জুটি গড়েন। উইলিয়ামসন ২৫ বলে ৪০ রান করেন। কনওয়ে করেন ৩৩ বলে ৬৪ রান। এ ছাড়াও জস বাটলার, হাইনরিখ ক্লাসেন, অধিনায়ক এইডেন মার্করাম ও ইভান জোনস দ্রুত রান যোগ করেন।
বিজ্ঞাপন
২৩৩ রান তাড়া করতে নেমে এমআই কেপটাউনের হয়ে লড়াই চালান রায়ান রিকেলটন। তিনি খেলেন দুর্দান্ত ইনিংস ৬৫ বলে ১১৩ রান। জেসন স্মিথ করেন ১৪ বলে ৪১। তবে অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ১৫ রানে হারতে হয় মুম্বইকে।
গোটা ম্যাচে দুই দল মিলিয়ে ওঠে ৪৪৯ রান। তবুও সব রেকর্ড, সব ইনিংস ছাপিয়ে শিরোনামে চলে আসে গ্যালারিতে বসে ধরা সেই এক হাতের ক্যাচ, যা এক দর্শককে রাতারাতি বানিয়ে দেয় কোটিপতি।

