রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমি এখনও কিশোরের মতোই ক্রিকেটকে ভালোবাসি: সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

আমি এখনও কিশোরের মতোই ক্রিকেটকে ভালোবাসি: সাকিব

আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে সাকিব আল হাসান একের পর এক নজরকাড়া বোলিং করছেন। ৩৮ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার এখনও ক্রিকেটকে উপভোগ করেন ১৯ বছরের কিশোরের মতোই। সম্প্রতি আইএল টি-টুয়েন্টির একটি ভিডিও বার্তায় তিনি এই বিষয়টি জানিয়েছেন।

শনিবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এমআই এমিরেটস টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। ম্যাচে সাকিব ৪ ওভার বল করে মাত্র ১১ রান খরচায় একটি উইকেট নেন। তার করা ২৪ বলে ১৫টি ডটবল ছিল, অর্থাৎ প্রতিপক্ষ ব্যাটারদের রান করা অনেকটাই কঠিন হয়ে উঠেছিল।


বিজ্ঞাপন


ভিডিওতে সাকিব মাঠের ভেতরে ও বাইরে নিজের প্রস্তুতির কথা জানান। তিনি জানান, নেট সেশন এবং জিম রুটিন তার দৈনন্দিন জীবনের অংশ। সাকিব বলেন, “আমি দিনে এক বেলা জিম করি, কখনও প্রয়োজন হলে দিনে দুবারও করি। ক্রিকেটের প্রতি আমার এখনও ক্ষুধা আছে, নাহলে আমি এত দিন ধরে খেলতে পারতাম না। খেলাটি আমি এখনও ভালোবাসি, যেমনটা কিশোরবেলায় ভালোবাসতাম। মাঠে নামলে আমার মন উজ্জীবিত হয়, মনে হয় বেঁচে উঠেছি।”

তিনি আরও বলেন, “নেটে কঠোর পরিশ্রম করা জরুরি, নাহলে শরীর ধীর হয়ে যায়। কিছু সময় নেয়ার পর অভ্যস্ত হয়ে ওঠা যায়। ক্রিকেটে সবার আলাদা দায়িত্ব থাকে। একজন ব্যাটার পার্থক্য তৈরি করতে পারেন, কিন্তু একজন বোলার ম্যাচ জিতাতে পারে। তাই ভালো বোলিং বিভাগ খুব গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারের এই পর্যায়ে আমি পরিকল্পনা কমিয়ে দিয়েছি এবং এখন স্বস্তিতে আছি।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর