রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

শঙ্কা ছিল চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে। মালিকানা ইস্যুতে বেসামাল দলটির বিপিএলে অংশগ্রহণই হয়ে পড়ে অনিশ্চিত। সব বাধা ঠেলে তারা মাঠে নেমেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দলটি মুখোমুখি হয় নবাগত নোয়াখালী এক্সপ্রেসের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নোয়াখালীকে উড়িয়ে দিয়ে চট্টগ্রাম তুলেছে ৬৫ রানের জয়। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম, তার আগে দুশ্চিন্তায় দল। অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, অনুশীলনের এক পর্যায়ে সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লাগে শরিফুলের। এতে তার মাথার এক পাশে আঘাত লাগে। যদিও আঘাতটি খুব গুরুতর বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না, তবে বিষয়টিকে কোনোভাবেই হালকাভাবে নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।


বিজ্ঞাপন


এর আগে কয়েকদিন ধরেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন শরিফুল। শারীরিক সেই দুর্বলতার কথা মাথায় রেখেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়তি ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়। বিশেষ করে মাথায় আঘাতের বিষয়টি থাকায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে।

আগামীকাল চট্টগ্রাম রয়্যালসের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় শরিফুলের অবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি সতর্কতায় আছে দল। টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, আপাতত বড় কোনো শঙ্কার কারণ নেই। তবে মাথায় আঘাতের ক্ষেত্রে নিশ্চিত হওয়াটাই সবচেয়ে জরুরি।

চিকিৎসা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই শরিফুলের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর