রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইপিএলে খেলা নিয়ে হুমকির বার্তা পেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

আইপিএলে মুস্তাফিজ খেললে ভাঙচুরের হুমকি

আইপিএল ২০২৬ শুরু হতে এখনও প্রায় তিন মাস বাকি। কিন্তু তার আগেই বড় এক বিতর্কে জড়িয়ে পড়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গত ১৬ ডিসেম্বর আইপিএল নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটি আইপিএলে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ দাম। কিন্তু এই কেনার পরই শুরু হয়েছে সমস্যা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ১৮ ডিসেম্বর ময়মনসিংহে দীপ চন্দ্র দাস নামে এক হিন্দু শ্রমিককে ধর্ম অবমাননার অভিযোগে মারধর করে পুড়িয়ে মারা হয়। ২৪ ডিসেম্বর রাজবাড়িতে অমৃত মন্ডল নামে আরেকজনকে চাঁদাবাজির অভিযোগে মারধর করে হত্যা করা হয়।


বিজ্ঞাপন


এসব ঘটনাকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে কয়েকজন ধর্মীয় নেতা ফিজকে আইপিএলে খেলতে দেওয়ার বিরোধিতা করেছেন। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের তথ্য অনুযায়ী ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ বলেছেন, 'বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়ে বিসিসিআই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব থাকায় তাঁরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।'

তারা হুমকি দিয়েছেন, মুস্তাফিজ খেললে কেকেআরের ম্যাচে মাঠে ঢুকে পিচ নষ্ট করা বা খেলা বন্ধ করার চেষ্টা করবেন। অন্য কিছু ধর্মীয় সংগঠনও এতে যোগ দিতে পারে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেকেআর বয়কটের আহ্বান উঠেছে। অনেকে বলছেন, এমন সময়ে বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়া হিন্দু সম্প্রদায়ের প্রতি অসম্মান।

এই বিতর্কের কারণে ফিজের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আরেকটি সমস্যা হলো জাতীয় দলের ব্যস্ততা। আইপিএল চলাকালীন এপ্রিলে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, মুস্তাফিজকে প্রায় ৮ দিনের জন্য দেশে ফিরতে হবে। তাই পুরো আইপিএল খেলতে পারবেন না তিনি।


বিজ্ঞাপন


বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, বিষয়টি ক্রিকেট অপারেশন্স বিভাগ দেখবে এবং জাতীয় দলের সূচি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পরিস্থিতিতে আইপিএল কর্তৃপক্ষ এবং বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর