নাসির হোসেনের ধীরগতির ব্যাটিংয়ে যখন ম্যাচে চাপ বাড়ছিল, ঠিক তখনই সাব্বির রহমানের ব্যাট থেকে আসে স্বস্তির ঝড়। তাঁর মারকুটে শটে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের শেষ আশা ভেঙে যায়। শেষ পর্যন্ত সহজ ম্যাচকে কিছুটা কঠিন করলেও পাঁচ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস।
ঢাকার আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী। আগের ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী ছিল দলটি। তবে ইনিংসের প্রথম বলেই ইমাদ ওয়াসিম শাহিবজাদা ফারহানকে আউট করলে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী।
বিজ্ঞাপন
তানজিদ হাসান তামিম ও ইয়াসির রাব্বিও বড় ইনিংস খেলতে পারেননি। দায়িত্ব পড়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ওপর। আগের ম্যাচে সেঞ্চুরি করা শান্ত এদিন করেন ৩৭ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি, আউট হন ২৪ রান করে। ফলে রাজশাহীর ইনিংস থামে মাত্র ১৩২ রানে। বল হাতে দারুণ ছিলেন ইমাদ ওয়াসিম, চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন তিন উইকেট।
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার শুরুটা ভালো হয়নি। মাত্র ৫ রানেই ফিরে যান সাইফ হাসান। এতে রাজশাহীর জয়ের আশা কিছুটা জেগে ওঠে। উইকেটও ধীরে ধীরে স্লো হয়ে আসছিল। তবে এক প্রান্ত আগলে রাখেন আবদুল্লাহ আল মামুন। তিনি ৩৯ বলে করেন ৪৫ রান।
মাঝপথে নাসির হোসেনের ধীর ব্যাটিংয়ে ঢাকার জন্য ম্যাচটা কঠিন হয়ে যায়। ঠিক তখনই সাব্বির রহমান ঝড় তোলেন। চার-ছক্কায় দ্রুত ২১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয়ের পথে ফেরান তিনি।
শেষ পর্যন্ত পাঁচ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ঢাকা ক্যাপিটালস। আর এই হারে রাজশাহীর আত্মবিশ্বাসে পড়ে কিছুটা ছেদ।

