২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য উৎসর্গ করা হবে। এমনটাই আশা করছেন ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার ফ্রাঙ্ক লেবোউফ। তিনি মনে করেন, আসন্ন বিশ্বকাপে পর্তুগালই অন্যতম ফেবারিট দল।
রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনো একমাত্র অপূর্ণতা হলো বিশ্বকাপ জয়। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বকাপ না জিতলেও তার ফুটবল লিগ্যাসি প্রশ্নের মুখে পড়বে না। তবে বাস্তবে রোনালদো যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে চান, সেটি স্পষ্ট। সেই লক্ষ্যেই ৪০ বছর বয়সেও তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে রোনালদোর জন্য শেষ বড় সুযোগ। ফ্রাঙ্ক লেবোউফের মতে, যেমন ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে লিওনেল মেসি ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছিলেন, ঠিক তেমনই রোনালদোও ২০২৬ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরতে পারেন।
লেবোউফ বলেন, “বিশ্বকাপ জয় একজন ফুটবলারের ক্যারিয়ারে বড় পার্থক্য গড়ে দেয়। রোনালদো অসাধারণ একজন ফুটবলার। তার ক্যারিয়ারে একটি বিশ্বকাপ দরকার। ২০২২ বিশ্বকাপ ছিল মেসির জন্য উৎসর্গ করা। আমি সত্যিই আশা করি ২০২৬ বিশ্বকাপ রোনালদোর জন্য হবে। পর্তুগাল দল এবার দুর্দান্ত, তাদের বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে।”
এদিকে, ফ্রান্সের আরেক তারকা কিলিয়ান এমবাপেকে কিংবদন্তি জিনেদিন জিদানের সঙ্গে তুলনা করতে নারাজ লেবোউফ। যদিও এমবাপে ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন এবং ২০২২ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছেন, তবুও তাকে ফ্রান্সের সর্বকালের সেরা তালিকায় অনেক পেছনে রাখছেন তিনি।
লেবোউফের মতে, “জিদান যে জনপ্রিয়তা ও উচ্ছ্বাসের জায়গায় আছেন, এমবাপে কখনোই সেখানে পৌঁছাতে পারবে না। জিদানের সঙ্গে তার তুলনা হয় না। ২০০৬ সালের ঘটনার পরও সবাই জিদানকে ভালোবাসে। কিন্তু এমবাপ্পের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বিতর্ক আছে, যা অনেকের কাছে ভালো লাগে না।”

