শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘আমি জানতাম না আবার অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারব কি না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

‘আমি জানতাম না আবার অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারব কি না’

অ্যাশেজে অপ্রত্যাশিত নায়ক হয়ে উঠছেন মাইকেল নেসার। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার নিজেই স্বীকার করেছেন, মৌসুমের শুরুতে তিনি নিশ্চিত ছিলেন না আর কখনো টেস্ট ক্রিকেট খেলতে পারবেন কি না।

৩৫ বছর বয়সী নেসার মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই ম্যাচের রঙ বদলে দেন। অস্ট্রেলিয়া যখন মাত্র ১৫২ রানে অলআউট, তখন ৪৯ বলে গুরুত্বপূর্ণ ৩৫ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। এরপর বল হাতে ৪৫ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। জ্যাকব বেথেল, জো রুট ও অধিনায়ক বেন স্টোকস, তিনজনকেই ফেরান নেসার। এর ফলে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। এক দিনে ২০ উইকেট পড়া সেই নাটকীয় দিনে নেসারই ছিলেন পার্থক্য গড়ে দেওয়া নাম।


বিজ্ঞাপন


এই গ্রীষ্মের শুরুতে নেসার টেস্ট দলে ফেরার ভাবনাতেই ছিলেন না। গত বছর গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি ছিটকে পড়েন, এমনকি পার্থের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডেও ছিলেন না। পরে জশ হ্যাজলউড ও শন অ্যাবট চোটে পড়লে দলে ডাক পান। ব্রিসবেনে গোলাপি বলের টেস্টে ফিরেই নিজের ঘরের মাঠে প্রথম টেস্ট ফাইফার নেন। তবে অ্যাডিলেড টেস্টে প্যাট কামিন্স ও নাথান লায়ন ফিরলে জায়গা হারান।

এমসিজিতে কামিন্স ও লায়ন দুজনই ইনজুরিতে থাকায় নেসার পান চতুর্থ টেস্ট খেলার সুযোগ। আর সেটিই ছিল তার প্রথম লাল বলের টেস্ট। রেকর্ড ৯৪,১৯৯ দর্শকের সামনে এমন পারফরম্যান্সের পর নিজেও ছিলেন আবেগাপ্লুত। “আমি জানতাম না আবার অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারব কি না। এখন যেখানে আছি, নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে,” বলেন নেসার। “ছোটবেলায় স্বপ্ন দেখতাম বক্সিং ডে টেস্টে খেলার। সকালে উঠে ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলতাম, তারপর সারাদিন ম্যাচ দেখতাম। আজ নিজেই এর অংশ, ভাবলেই গায়ে কাঁটা দেয়।”

কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডে খেলার অভিজ্ঞতাই এমসিজির উইকেটে তাকে বাড়তি সুবিধা দিয়েছে বলে মনে করেন নেসার। ব্যাট হাতে আক্রমণাত্মক আর বল হাতে ধৈর্য, এই দুটিই ছিল তার সাফল্যের চাবিকাঠি। “নতুন বলে বল একটু নড়াচড়া করছিল,” বলেন নেসার। “ব্যাটিংয়ে চাপ ফিরিয়ে আনার উপায় খুঁজেছি, আর বোলিংয়ে ধৈর্য ধরে উইকেটকে কাজ করতে দিয়েছি।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর