বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাভুমার কাছে ক্ষমা চেয়েছেন ভারতের দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

বাভুমার কাছে ক্ষমা চেয়েছেন ভারতের দুই ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছেন, সাম্প্রতিক কলকাতা টেস্টে করা এক আপত্তিকর মন্তব্যের জন্য ভারতের জাসপ্রিত বুমরাহ ও ঋষভ পন্ত তাঁর কাছে ক্ষমা চেয়েছেন।

ইএসপিএনক্রিকইনফোতে লেখা নিজের কলামে বাভুমা জানান, ম্যাচ চলাকালে ভারতের দুই ক্রিকেটার তাঁর সম্পর্কে নিজ ভাষায় একটি মন্তব্য করেছিলেন। পরে বিষয়টি জানতে পেরে বুমরাহ ও পন্ত ব্যক্তিগতভাবে তাঁর কাছে এসে দুঃখ প্রকাশ করেন।


বিজ্ঞাপন


বাভুমা লিখেছেন, “আমার দিক থেকে একটি ঘটনা ছিল, যেখানে তারা নিজ ভাষায় আমার সম্পর্কে কিছু বলেছিল। শেষ পর্যন্ত দুই সিনিয়র খেলোয়াড়- পন্ত ও বুমরাহ আমার কাছে এসে ক্ষমা চেয়েছে। যখন তারা ক্ষমা চায়, তখন আমি ঠিক বুঝতে পারিনি বিষয়টি কী নিয়ে। কারণ ম্যাচের সময় আমি সেটা শুনিনি। পরে আমাদের মিডিয়া ম্যানেজারের কাছ থেকে বিষয়টি জেনেছি।”

কলকাতা টেস্টে বুমরাহ ও পান্তকে বাভুমার উচ্চতা নিয়ে মন্তব্য করতে শোনা যায়। তবে ৩৫ বছর বয়সী এই অধিনায়ক, যিনি ভারতকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছেন, বলেন, এ ধরনের ঘটনা তিনি নেতিবাচকভাবে নেন না।

বাভুমা যোগ করেন, “মাঠে যা হয়, তা মাঠেই থাকে। তবে কী বলা হয়েছে, সেটা ভুলে যাই না। বরং এগুলোকে আমি অনুপ্রেরণা ও বাড়তি শক্তি হিসেবে ব্যবহার করি। কোনো ব্যক্তিগত আক্রোশ রাখি না।”

এদিকে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাডের ‘গ্রোভেল’ (কাকুতি-মিনতি) মন্তব্য নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন বাভুমা। তাঁর মতে, শব্দচয়নটা আরও ভালো হতে পারত।


বিজ্ঞাপন


তিনি লেখেন, “শুকরির ‘গ্রোভেল’ মন্তব্য নিয়েও অনেক আলোচনা হয়েছে। ভারতীয় মিডিয়া আমাকে বিষয়টি পরিষ্কার করতে চাপ দিয়েছিল। আমি মনে করেছি, এটার ব্যাখ্যা দেওয়ার জন্য শুকরিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। প্রথমবার শুনে শব্দটা একটু অস্বস্তিকর লেগেছিল। তবে এটা মনে করিয়ে দিয়েছে, সিরিজটা কতটা কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। পরে ওয়ানডে সিরিজের পর শুকরি বিষয়টি পরিষ্কার করেছে এবং বলেছে আরও ভালো শব্দ ব্যবহার করা যেত। আমিও সেটার সঙ্গে একমত।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর